বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাগত শ্রীনগেন্দ্রনাথ গুপ্ত ষোড়শ পরিচ্ছেদ শু্যামাচরণের শিক্ষা রাত্রি অন্ধকার, আকাশে চাদ নাই। ছোট গ্রামের পথ, পথে আলোক নাই। গাছের মাথার উপর অন্ধকার ঘনাইয়া রহিয়াছে, চারিদিকে স্তব্ধতা মৌন হইয়া রহিয়াছে। কদাচিৎ পেচকের রব, কখন একটা বাদুড় আসিয়া গাছে ঝুলিতেছে, বৃক্ষপত্রে তাহার পক্ষশব। সঙ্কীর্ণ অন্ধকার পথ দিয়া এক ব্যক্তি দ্রুত পদক্ষেপে চলিয়া যাইতেছিল। তাহার হাতে এক গাছা মোট বেতের লাঠি, পথ চলিতে তাহার দ্বারা ঠক্ ঠক্‌ করিয়া শব্দ করিতেছিল, পথে কোথাও সৰ্প থাকিলে সেই শব্দ শুনিয়া সরিয়া যাইবে। অন্ধকার হইলেও সে ব্যক্তি এদিক-ওদিক ও পশ্চাতে চাহিয়া দেখিতেছিল পথে অপর কোন লোক আসিতেছে কি-না। কিছু দূর গিয়া পথের পাশে একটি জীর্ণ গৃহ দেখিতে পাইল। দ্বার রুদ্ধ, তক্তার ফাক দিয়া অল্প আলোক দেখা যাইতেছে। সে ব্যক্তি হাতের লাঠি দিয়া কয়েক বার দরজায় আঘাত করিল। ঘরের ভিতর হইতে কর্কশস্বরে কে বলিল,—কে ও ? পথিক বলিল, আমি শ্যামাচরণ, দোর খোল । দরজার হুড়কা খুলিয়া বনবিহারী জিজ্ঞাসা করিল,— রাত্রিবেল কি দরকার ? ঘরে জিনিষপত্র বিশেষ কিছু ছিল না। এক কোণে মিটমিট করিয়া প্রদীপ জলিতেছে, একখানা জীর্ণ তক্তপোষ, তাহার তলায় একটা কাঠের বান্ধ। খামাচরণ ঘরে প্রবেশ করিয়া তক্তপোষে বসিয়া বলিল, তোমার সঙ্গে কিছু কথা আছে। * . बनविशहौ नब्रच दक कब्रिह नि । *ायान्नषक् । দেখিয়ালে সৃষ্ট হইল না, বরং মুখ দিল্লি গুঞ্জ হামাচরণ বলিল, তুমি না কি এখান থেকে উঠে আর কোথাও যাবে ? —আমি যেখানেই যাই তোমার সে খোজে কাজ কি ? তুমি আমার সাথের সার্থী নও, বুঝলে কি-না? –তা ন হই, কাজের কাজী ত, আর কাজ ফুকলেই বুঝি পাজি। —তুমি নিজের নাম নিজে রাখ, আমি কিছু বলছি না, বুঝলে কি না ? —ত তুমি যেখানেই যাও আমি সন্ধান পাব। তুমি আমাকে বাদ দিয়ে সব টাকা আপনি নেবে তা হবে না। —তুমি কি পাওনি ? যা পাবার কথা ছিল তার চেয়ে অনেক বেশী পেয়েছ, বুঝলে কি না ? —আর তুমি বুঝি চিরকাল নেবে ? আমার পাওনার কখন চুক্তি হবে না। কাজ যা করবার আমি করেছি, তুমি কি করেছ? অথচ পাওনার বেলা তুমি বার আনা আর আমি চার আনা ? অামাকে তেমন শৰ্ম্ম পাও নি। বনবিহারীর ছোট চক্ষু আরও ছোট হইল, বড় বড় দাত বাহির হইল, নাসারন্ধ ফুরিত হইল। ধীরে ধীরে, কথা চিবাইয়া চিবাইয়া বলিল,—তুমি শৰ্থ বড় ওস্তা, . না? আমার পাওনায় তোমার ভাগ চাই ? আমিও তাই ভাবছিলাম, বুঝলে কি না ? খামাচরণের শরীরে বল ছিল, মনেও সাহস ছিল, তথাপি বনবিহারীয় সে মূৰ্ত্তি দেখিয় তাহার ভয় হইল। কিছু নরম ভাবে কছিল,-ত না হয় আমার একটা ভাল छकत्रेि अग्लिश श७, ज़ारण चाश् िचांद्र किई छाश्व मा। বনবিহাৰী ৰুি ৰিজগের স্বৰে ৰচিল-লীয়েৰ ৰেঞ্জনধৰে ” -