বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳօՀ ৫ প্রবাসী ; S99శు বিশেষ আদালত রয়েছে। এটনী-জেনারেল এবং প্রধান দেশের ছুটির দিন ) এখানকার কয়েকজন ভদ্রলোক •oto-fasize (examining judge) যত্ন ক’রে দেখালেন এবং বুঝিয়ে দিলেন। সমস্তই আমাকে সঙ্গে নিয়ে চড়ুইভাতি করতে চললেন। এ দেশটা মুসলমানের, কিন্তু প্রথমেই চোখে পড়ল যে, ধর্মের পরীক্ষক-বিচারক মহাশয় দেশবন্ধু দাশ মহাশয়ের উৎকট ভাবট। এদের নেই। জুম ছুটির দিন, চারিধারে এক আত্মীয়ের জীবন্ত প্রতিমূৰ্ত্তি ! চেহারার এ রকম অদ্ভুত সাদৃশ্য আমি খুব অল্পই দেখেছি। তবে এবার এদেশে আরও অনেকগুলি লোক দেখলাম র্যারা আমার পরিচিত ভারতবাসীদের যমজ ব’লে চ’লে যেতে পারেন । আমাদের সম্বন্ধে ওখানকার লোকেরাও এই কথাই বললেন। ইস্ফাহানের গভর্ণর মহাশয় প্রথমে বিশ্বাস করেননি যে, আমি এই প্রথম পারস্যে এসেছি । তিনি বললেন তার দৃঢ় বিশ্বাস আমাকে তিনি অনেকবার ইস্ফাহানে এবং টেহেরাণে দেখেছেন । কবির সঙ্গে কোনার তখতে চাষার বাড়ি (আমাদের বিশ্রাম-স্থান ) হাসিখুশী গানবাজনা চলেছে। ধৰ্ম্মট বাইরে জাহির করার কোনও চেষ্টাই নেই। এ বিষয়টা পরে আরও স্পষ্টভাবে বুঝতে পেরেছি। আড়াই মাস ধ’রে পারসীক এবং আরব মুসলমানের দেশে আমরা ঘুরেছিলাম, কোথাও মুক্ত জায়গায় নমাজ পড়৷ দেখিনি, এবং একবার ও মুয়েজ্জিনের আহবান শুনিনি। আমাদের দেশেই যেন যে ধৰ্ম্মই যায় সেটাই আড়ম্বরপ্রধান হয়ে ওঠে। চড়ুইভাতি হ’ল দশ মাইল দূরে } সমুদ্রের ধারে এক খেজুরবাগানে । কাজেরুণের পথে। পাহাড় ও সেতু একজন প্রসিদ্ধ ধৰ্ম্মপ্রচারকের (পারসীক) আশ্চৰ্য্য সাদৃশ্বের এখানকার খেজুরগাছগুলি বেশ নধর এবং ডালপালাও কথা ত অনেকেই অনেকবার বলেছেন । 豪 籌 豪 খুব বড়, তাই ছায়াও বেশ হয়। গাছের নীচে কাপেট বিছিয়ে বসা গেল। জায়গাটি খুব সুন্দর, সামনেই আসৰার পর প্রথম শুক্রবারে (জুমাবার, সুতরাং এ সমুদ্রের চড়ায় ছুটির দিনে বুশীরের ইয়োরোপীয়ের দল ।