পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ማመ8 S99శు দক্ষিণ অঞ্চলের মত, চোখের অসুখ দেখলাম বলা চলে,—ইউরোপের চেহারাও কতকটা সে রকম । শিরাজ প্রবেশ। কবির মোটরের সম্মুখে ও পশ্চাতে অশ্বারোহী সৈনিকের দৌড় প্রায় সকলেরই আছে। পরে বুঝেছিলাম সেট পারস্তোপসাগরের বিশেষত্ব । 豪 豪 喙 ভীষণ ঝড়তুফানের মধ্যে কবির প্লেন বুশীরে এসে নামল ( ১৩-৪-৩২, বেল দশট) । ডেপুটি গভর্ণর, এক দল রাজকৰ্ম্মচারী, এক দল বয়স্কাউট, কয়েকজন সেপাই এবং বাইরের জনকয়েক ভদ্রলোক অভ্যর্থনা করতে এরোড্রোমে এলেন । কবির থাকবার ব্যবস্থা ( আমাদের সকলেরও ) হয়েছিল শ্ৰীযুক্ত পুররেজ নামে এক সম্লান্ত ব্যবসায়ী ভদ্রলোকের বাড়িতে। সেখানে স্বয়ং গঙৰ্ণর-জেনারল, সন্ত্রান্ত রাজকৰ্ম্মচারী এবং শহরের যত গণ্যমান্ত ব্যক্তির সঙ্গে কবির রাজকীয় অভ্যর্থনা করলেন । শুনলাম আসরার পথে এরোপ্লেনেই কবি বেতারযোগে গভর্ণরের কাছ থেকে স্বাগত অভিনন্দন পান এবং তাতে এরোপ্লেনের লোকজন খুব বেশী আশ্চর্যাম্বিত হয়। শ্ৰীযুক্ত ইরাণীও সেদিন সকালে জাহাজযোগে এসে পৌছান, কিন্তু ঝড়ের প্রকোপে আট ঘণ্টা চেষ্টার পর তবে ডাঙায় নামতে পারেন । আদরঅভ্যর্থন৷ এবার ‘রাজসিক? ভাবে আরম্ভ হ’ল । চারিধারে বন্দুকে সঙীন চড়িয়ে সেপাইশাস্ত্রী, বড় বড় রাজকৰ্ম্মচারীর ছুটোছুটি এবং ক্রমাগত লোকজনের দরবার। বাড়ির কৰ্ত্ত শ্ৰীযুক্ত পুররেজ অতি অমায়িক ভদ্রলোক, জাৰ্ম্মানীতে শিক্ষালাভের পর পৈতৃক ব্যবসা দেখছেন, বয়স অল্প, চেহারায় আমার সহপাঠী পূরণচন্দ খান্নার সঙ্গে খুব সাদৃশ্ব । ইনি শিরাজ কবির সেবায় স্নান আহার নিদ্রা ছেড়ে থেটে খেটে অসুস্থ হয়ে পড়া সত্বেও সমস্ত ফরমাস জোগান। আমাদের দলটিও বিরাট । কলকাত থেকে চারজন এবং বোম্বাই থেকে পাচ জন নিমন্ত্রিত এবং সঙ্গে বোম্বাইয়ের ভূতপূৰ্ব্ব পারসিক কন্সাল প্রযুক্ত জেলালুদিন থা কৈহান সপরিবারে। ইনি ভারতবর্ষে পাচ বৎসল্প