বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য-ভ্রমণ শ্ৰীকেদারনাথ চট্টোপাধ্যায় বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে আমরা শিরাজে পৌছলাম । আর্কে ( রাজপ্রাসাদে ) কবির শোবার ঘরের জানালার নীচে কমলালেবুর ফুল ধরেছে। বাগানে চেনার গাছের ছাট ডালে নূতন সবুজ পাত, নারগিজ, গুলে মহাম্মদি শিরাজি গোলাপজলের গোলাপ ), বনপা! ( ভায়লেট ), আনারকলি ইত্যাদিতে ফুলের কেয়ারী আলো হয়ে আছে। বাতাস বেশ শীতল, কিন্তু তাতে শৈত্যাধিক্যের তীক্ষভাব নেই, বুলবুল সবে তার থেয়ালের আলাপ আরম্ভ করেছে। নগরের প্রান্তে চারিধারে তৃণবিরল পিঙ্গল পাহাড়ের প্রাচীরে ঘেরা সবুজ শস্তের ক্ষেত, দূরে তুষারকিরাটধারিণী পৰ্ব্বত দুহিত। 8য টরজানের শুভ্র চুড়া রোদের আলোয় ঝলমল কবৃছে। 卉 蟒 米 বুলবুল-গোলাপের লীলাভূমি, সাকীর পেয়ালার শিরাজী সিঞ্চিত গুলাবের স্বগন্ধে আমোদিত, সুরম্য প্রাসাদ, মসজিদ, কাৰ্ব্বণ-সরায়ে সজ্জিত, স্বর্ণরৌপ্য গালিচ, দারুশিল্প ইত্যাদির বিপণিপরিপূর্ণ, সাদী হাফেজের হৃদয়-আনন্দকারী জগৎবিখ্যাত শিরাজ ! মোসলেম সাহিত্যের স্বপ্নময় স্বৰ্গপুরী সে শিরাজ কোথায়? শাহ, চেরাঘের (দরগা ) আলো এখন স্নান, বাগ-ই-দিলখুশার অবস্থা ক্লেশদায়ী, করিম খা জেন্দের সাধের বাজার-ইংকিল জরাজীর্ণ এবং খেলো বিদেশী জিনিষে ভরা। কেবল মুখের কথা এই যে, ইরাণের পুনর্জন্মের নূতন মধ্যায়ে শিরাজেরও নূতন জীবন আরম্ভ হয়েছে। খ্ৰীষ্টীয় সপ্তম শতকের শেষে, ইরাণে মুসলমান-যুগের . ›››-– » ጫ প্রারম্ভে, মহম্মদ-বিন্‌-ইউসুফ থাকেফি কর্তৃক শিরাজনগরী ফার্স প্রদেশের রাজধানীরূপে প্রতিষ্ঠিত হয়। তারপর সাহিত্য, শিল্প, কারুকার্য্য ইত্যাদিতে এখানকার নাগরিকদের প্রতিভায় সমস্ত প্রদেশ যশে এবং ঐশ্বর্ঘ্যে পরিপূর্ণ হয়ে ওঠে। খ্ৰীঃ অষ্টাদশ শতকে সাফাৰী রাজকুলের পতনের পর করিম খা জেন্দের রাজ্যশাসনকালে শিরাজের বাহিরের দুষ্ঠ। পুরুষদের পোষাক এখন অন্তরকম শিরাজ সমস্ত ইরাণের রাজধানী হয়। এই করিম খ জেন্দ সাফাবীদিগের পতনের পর বহুবৎসরব্যাপী রাষ্ট্রবিপ্লবের মধ্যে অনেক জয় পরাজয়ের ভিতর দিয়ে নিজের বুদ্ধি ও বাহুবলের ফলে প্রায় সমস্ত ইরাণ আয়ত্ব করেন। কিন্তু আশ্চর্য্যের বিষয় এই যে, অতি সামান্য উপজাতির সর্দার থেকে ছত্রপতি হওয়৷ সত্ত্বেও এর মনে কোন অহঙ্কার আসে নি এবং ইনি সম্রাট উপাধির বদলে নিজেকে “দেশের বকীল” ( অর্থাৎ প্রতিনিধি ) বলে পরিচয় দিয়েই সন্তুষ্ট ছিলেন। দেশের অনেক উপকার ইনি করেছিলেন। শিরাজে সাদীর কবরস্থান সংস্কার, হাফিজিয়ে নিৰ্ম্মাণ এবং