পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ । বিদেশীয় মুদ্রার অনুকরণ । (গ) কুষণ বংশীয় রাজগণের মুদ্র । প্রতীচ্য ঐতিহাসিক জষ্টিন ( Justin ) লিপিবদ্ধ করিয়া গিয়াছেন যে, খৃষ্ট পূৰ্ব্ব দ্বিতীয় শতাব্দীতে ভিন্ন ভিন্ন শক জাতির আক্রমণে বাস্থলীকে (Bactria) s footta (Soghdiana ) &rototo offa লোপ হইয়াছিল। চীন দেশীয় প্রথম হন রাজবংশের ইতিহাস হইতে অবগত হওয়া যায় যে, খৃষ্ট পূৰ্ব্ব দ্বিতীয় শতাব্দীতে বাহুলীক আক্রমণকারী বৰ্ব্বৱ জাতির নাম ইউচি । এই যাযাবর জাতি প্রথমে চীন দেশের উত্তর-পশ্চিম সীমাস্তে বাস করিত। ইহাদিগের পাশ্বে হিউং-ফু নামক আর একটি পরাক্রান্ত যাযাবর জাতি বাস করিত । ইহারা পরবর্তী কালে প্রতীচ্য হন ( Hun ) এবং ভারতবর্ষে হুণ নামে পরিচিত হইয়াছিল। ২• ১ এবং ১৬৫ খৃষ্ট পূৰ্ব্বাদে ইউচি জাতি হিউং-মু জাতি কর্তৃক পরাজিত হইয় তাহাদিগের পূৰ্ব্বতন আবাস ভূমি পরিত্যাগ করিতে বাধ্য হইয়াছিল । হিউচিগণ পশ্চিম দিকে পলায়ন করিয়া বক্ষু (Oxus) নদীর তীর অধিকার করিয়াছিল। চীন রাজদূত চাং-কিয়া ১২৬-১১৫ খৃষ্ট পূৰ্ব্বান্ধের মধ্যে ক্সেল সময়ে তাহাদিগকে বক্ষু নদীর উত্তর তীরে দেখিয়াছিলেন । ইহার অতি অল্পকাল পরে ইউচিগণ বক্ষু পার হইয়া