পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

trર ” প্রাচীন মুদ্রা । বাহলীক দেশের রাজধানী অধিকার করিয়াছিল। এই সময়ে তাহাদিগের অধিকার পশ্চিমে পারদ রাজ্য ও পূৰ্ব্বে কাবুলের উপত্যক পৰ্য্যন্ত বিস্তৃত ছিল। এই স্থানে ইউচি জাতি পাচটি ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হইয়াছিল। এই ঘটনার শতাধিক বর্ষ পরে ইউচি জাতির কুই-গুয়াং শাখার অধিপতি কিউ-চিউ-কিও ইউচি জাতির পাচটি শাখা একত্র করিয়া হিন্দুকুশ পৰ্ব্বতের পূর্ব দিকস্থ কতকগুলি প্রদেশ অধিকার করিয়াছিলেন। অশীতি বর্ষ বয়সে কিউ-চিউ-কিওর মৃত্যু হইলে তাহার পুত্র য়েন-কাও-চিংতাই ভারতবর্ষ অধিকার করিয়া তাহার সেনাপতিগণকে ভিন্ন ভিন্ন প্রদেশ শাসন করিতে নিযুক্ত করিয়াছিলেন । চান দেশের দ্বিতীয় হন রাজবংশের ইতিহাসে ইউচি জাতি কর্তৃক ভারতবর্ষ অধিকারের বিবরণ লিপিবদ্ধ আছে । প্রতীচা পণ্ডিতগণ আরমেণিয়া দেশের প্রাচীন ইতিহাসে উল্লিখিত কুঘণবংশ ও চৈনিক ইতিহাসে কুই-গুয়াং বংশের একত্ব নির্ণয় করিলে, স্থির হইয়াছিল যে, কাবুলের গ্রীক্ রাজ্য বিনাশকারী কিউ-চিউকিও ও মুদ্র সমূহের কুছুলকদক্ষিস বা কুসুলকদফিস একই ব্যক্তি । মুদ্রা-তত্ত্ববিদগণ অনুমান করেন যে, কুমুলকস, কুযুলকফস এবং কুযুলBBBB BBB BBBB BBB S SBBSzBSBBB KK BBSBBBS BBSBB ও মুদ্র সমূহের বিন কপিশ বা Ooem -Kalphises একই ব্যক্তি । বিমকপিশ বা বিমকদফিসের উত্তরাধিকারিগণ সম্বন্ধে প্রত্ন-তত্ত্ববিদগণের মধ্যে মতভেদ আছে। রেপসন, টমাস, স্মিথ, প্রমুখ পণ্ডিতগণের মতানুসারে কণিষ্ক বিমকদফিসের উত্তরাধিকারী এবং তাহার পরে বাসিন্ধ, (3) White Huns and Kindred Tribes in 坂 History of the Northwest-Frontier. Indian Antiquary, 1905, pp.75-76 {*) P. M. C., Vol. I, p. 173,