পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ । సిన দ্বিতীয় কণিষ্ক বলিয়া ঘোষণা করা যুক্তিসঙ্গত নহে। মুদ্র-তত্ত্বের প্রমাণ অনুসারে দ্বিতীয় কণিষ্ক প্রথম বাস্থদেবের পরবর্তী, সুতরাং তাহাকে আরার শিলালিপির কণিষ্ক বলিয়া গ্রহণ করা যাইতে পারে না । প্রথম বাসুদেবের মৃত্যুর পরে বোধ হয় দ্বিতীয় বাসুদেব কুষণ রাজগণের অধিকার প্রাপ্ত হইয়াছিলেন। ইহার কেবল সুবর্ণ মুদ্রাই আবিষ্কৃত হইয়াছে। সিজিস্তান আফগানিস্তান ও পঞ্জাবে ইহার মুদ্র আবিস্তুত হইয়াছে। এই সকল মুদ্রায় রাজার বামহস্তের নিম্নে ব্রাহ্মী অক্ষরে “বস্থ” লিখিত আছে১ । তদ্ব্যতীত পদদ্বয়ের মধ্যে এবং দক্ষিণ হস্তের নিম্নে কয়েকটি ব্রাহ্মী [. দেখিতে পাওয়া যায়। দ্বিতীয় বাসুদেবের পরে বোধ হয় দ্বিতীয় কণিষ্ক সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। আফগানিস্তান ও পঞ্জাব ব্যতীত অন্ত কোনস্থানে তাহার মুদ্রা পাওয়া যায় না। ইহার মুদ্রায়ও মানাস্থানে কতকগুলি ব্রাহ্মী অক্ষর দেখিতে পাওয়া যায় ২ ! কানিংহাম্ লিপিবদ্ধ করিয়া গিয়াছেন যে, দ্বিতীয় কণিষ্কের কতকগুলি মুদ্রায় । ব্রাহ্মী অক্ষরে “বসু” লিখিত আছে ৩ । ইহা হইতে অনুমান হয় যে, দ্বিতীয় বাসুদেব কিয়ংকাল দ্বিতীয় কণিষ্কের অধীনতা স্বীকার করিয়াছিলেন । দ্বিতীয় কণিষ্কের পরে সম্ভবতঃ তৃতীয় বাসুদেব সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । দ্বিতীয় কণিষ্ক ও তৃতীয় বাসুদেবের রাজ্যকালে পরবর্তী কুষণরাজগণের অধিকার বহু ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডরাজ্যে বিভক্ত চইয়া গিয়াছিল, কারণ ইতাদের সুবর্ণ মুদ্রায় রাজার বামহস্তের নিয়ে {s} i. M. C., Vol. 1, p. 87, Nos. 1-7 ; P. M. C., Vol. I, p. 212, Nos. 236-37. (8) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, Vol. IV, p. 84. (*) Numismatic Chronicle 1893, pp. 118–19.