পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>રર প্রাচীন মুদ্ৰা । পরবর্তী কালের মুদ্র ১ । প্রথম চন্দ্রগুপ্তের নামাঙ্কিত এক জাতীয় সুবর্ণমুদ্র আবিষ্কৃত হইয়াছে। হইতে প্রথম দিকে চন্দ্রগুপ্ত ও র্তাহার পত্নী কুমারদেবী এবং চতুর্থ শতাব্দীর ব্রাহ্মী অক্ষরে “চন্দ্রগুপ্ত" ও “ঐকুমারদেবী” লিখিত আছে। অপরদিকে সিংহপৃষ্ঠে উপবিষ্ট লক্ষ্মীদেবীর মূৰ্ত্তি এবং “লিচ্ছবয়ঃ” লিখিত আছে , । পণ্ডিতপ্রবর ঐযুক্ত আলান বলেন যে, সমুদ্র গুপ্তের শূলহস্তে রাজমূৰ্ত্তিযুক্ত মুদ্র সৰ্ব্বাপেক্ষা অধিক পরিমাণে পাওয়া যায়। এই জাতীয় মুদ্রা পরবর্তী কুষণ রাজগণের মুদ্রার অনুকরণে মুদ্রাঙ্কিত হুইয়াছিল। চন্দ্র গুপ্ত ও কুমারদেবীর মূৰ্ত্তিযুক্ত মুদ্র এই জাতীয় নহে । শূলস্তস্তে রাজমূৰ্ত্তিযুক্ত প্রথম চন্দ্রগুপ্তের কোন মুদ্র অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই, সুতরাং সমুদ গুপ্তের শূলঙ্গস্তে রাজমূৰ্ত্তিযুক্ত মুদ্র প্রথম চন্দ্রগুপ্তের এই জাতীয় মুদ্রার অনুকরণে নিৰ্ম্মিত নহে । অতএব প্রথম চন্দ্র গুপ্তের মুদ্রার বিশেষত্ব দেখিয়া তৎপুত্র সমুদ্রগুপ্ত কর্তৃক পরবন্ত্রী কুষণ রাজগণের মুদ্রার অনুকরণের কোন সন্তোষপ্রদ কারণ খুজিয়া পাওয়া যায় না শ্ৰীযুক্ত আলান এই সমস্ত কারণে অনুমান করেন যে, সমুদ্র গুপ্ত লিচ্ছবিবংশ হইতে র্তাহার উৎপত্তি এবং পিতা চন্দ্র গুপ্ত ও মাত কুমারদেবীর স্মরণার্থ মুদ্র মুদ্রাঙ্কিত করিয়াছিলেন ৪ । খ্ৰীযুক্ত আলানের গুপ্তবংশীয় সম্রাট্রগণের মুদ্র সম্বন্ধীয় গ্রন্থ প্রকাশিত হইবার পূৰ্ব্বে স্মিথ , রেপসন ও প্রভৃতি প্রসিদ্ধ মুদ্রা (>) Ibid, p, liv. (*) Ibid, pp. 8-1 1. Nos. 23-31., 1. M. C., Vol. I, pp. 9) -- ioo, Nos. 1-6, (*) Ailan, B. M. C., p. xv. (a) Ibid, p. xviii. (*) I. M. C. Vol. 1, p. 95. {*) Indian Coins, p. 24.