পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ । । >象。 তত্ত্ববিদগণ এই জাতীয় মুদ্র প্রথম চন্দ্রগুপ্তের মুদ্র বলিয়াই গ্রহণ করিতেন । “চন্দ্রগুপ্ত ও কুমারদেবীর পুত্ৰ তাঙ্গার খোদিত-লিপিতে আপনাকে লিচ্ছবিদৌহিত্র বলিয়া পরিচিত করিয়াছেন। সমুদ্রগুপ্ত খৃষ্টীয় চতুর্থ শতাব্দীর মধ্যভাগে সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । তিনি সৰ্ব্বপ্রথমে আর্য্যাবৰ্ত্তের অন্তান্ত রাজগণের উচ্ছেদসাধনে প্রবৃত্ত হইয়াছিলেন এবং রূদ্রদেব, মতিল, নাগদত্ত, চন্দ্রবন্ধ, গণপতিনাগ, নাগসেন, অচ্যুত, নন্দী, বলবৰ্ম্ম প্রভৃতি আৰ্য্যাবৰ্ত্ত-রাজগণের রাজ্য ধ্বংস করিয়াছিলেন । আর্য্যাবৰ্ত্ত অধিকৃত তইলে আটবিক অর্থাৎ বনবয় প্রদেশসমূহের রাজগণ র্তাচার অধীনতা স্বীকার করিয়াছিলেন । সমগ্র উত্তরাপথ বিজিত হইলে সমুদ্রগুপ্ত দক্ষিণাপথ জয় করিবার উদ্যোগ করিয়াছিলেন। তিনি তাহার রাজধানী পাটলিপুত্র হইতে যাত্রা করিয়া মগধ ও উড়িষ্যার মধ্যবৰ্ত্তী বনময় প্রদেশের দুইজন রাজাকে পরাজিত করিয়াছিলেন । এই দুইজনের মধ্যে প্রথম দক্ষিণ কোশলরাজ মহেন্দ্র ও দ্বিতীয় মহাকাস্তার বা ভীষণ বনের অধিপতি বাস্ত্ররাজ ! ইহার পরে তিনি কেীরলদেশের অধিপতি মন্টরাজাকে পরাজিত করিয়া কলিঙ্গদেশের পুরাতন রাজধানী পিষ্টপুর (আধুনিক পিট্টপূরম), মহেন্দ্ৰগিরি ও কোটুর দুর্গ অধিকার করিয়াছিলেন। কোটুর ও পিষ্টপুরের অধিপতি স্বামিদত্ত, এরওপল্লরাজ দমন, কাঞ্চিনগরাধিপতি বিষ্ণুগোপ, অবমুক্তরাজ নীলরাজ, বেঙ্গিনগরাধিপতি হস্তিবৰ্ম্ম, পলক্করাঞ্জ উগ্ৰসেন, দেবরাষ্ট্রের অধিপতি কুবের এবং কুস্থলপুররাজ ধনঞ্জয় প্রভৃতি দক্ষিণাপথের রাজগণ সমুদ্রগুপ্ত কর্তৃক পরাজিত হইয়াছিলেন। সমতট (দক্ষিণ অথবা পূৰ্ব্ববঙ্গ ), ডৰাক (সম্ভবতঃ ঢাকা ), কামরূপ, নেপাল, কর্তৃপুর ( বর্তমান কুমায়ূন ও গঢ়ত্তয়াল ) প্রভৃতি সীমান্তরাজ্যের নরপতিগণ এবং মালব, অর্জুনায়ন,