পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০ পেউকলআ Peukelaos ২১ { প্লত ] Plato ১২ ফিলসিন Philoxenuos ২৩ মেননী Menander ২৪ লিসিস Lysius २6 फ्रँड Strato ১ ৬ ষ্টি পুস্থত Hippostratos २ १ ¢* {मध्न Hermaios २४ &ट टिंब्रट्झम्न Hleliokles £ পূর্বে কথিত হইয়াছে যে, দিমিত্রিয় প্রথম ইউথেদিমের পুত্র এবং সিলিউক বংশীয় সিরিয়ারাজ তৃতীয় আন্তিয়োকের জামাতা । ইনি সৰ্ব্বপ্রথমে প্রাচীন ভারতীয় মুদ্রার অনুকরণে চতুষ্কোণ তাম্র মুদ্র প্রচলন করিয়াছিলেন এবং গ্রীক্ থরোষ্ট অক্ষরে নিজের নাম ও উপাধি মুদ্রাঙ্কিত করাইয়াছিলেন । পাশ্চাত্য ঐতিহাসিক ষ্ট্রাবে ও জাষ্টিন তাহাকে ভারতবর্ষের রাজা বলিয়া উল্লেখ করিয়াছেন । এই সময়ে শকগণ বার বার বালীক আক্রমণ করিয়া গ্ৰীকৃরাজগণকে আত্মরক্ষার জন্য ব্যস্ত করিয়াছিলেন । প্রথম ইউথিদিম তৎকালীন চীন সাম্রাজ্যের পশ্চিম সীমা পর্যান্ত বিস্তৃত বাস্থলীকরাজ্যের অধিকার ভোগ করিয়াছিলেন, কিন্তু তাহার মৃত্যুর অল্পকাল পরেই বক্ষুনদীর উত্তর-তীরস্থ ভূভাগ শকজাতি কর্তৃক অধিকৃত হইয়াছিল। দিমিত্রিয়ের সহিত এবুক্রতিদ ( Eukratides ) নামক জনৈক গ্ৰীকৃরাজার দীর্ঘকালব্যাপী যুদ্ধ হইয়াছিল এবং দিমিত্রিয় অবশেষে রাজচ্যুত ও তাড়িত হইয়াছিলেন। প্রতীচ্য ঐতিহাসিক জাষ্টিন এই যুদ্ধের উল্লেখ করিয়াছেন। দিমিত্রিয়ের রৌপ্য ও তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে। তাহার রৌপ্য মুদ্র দ্বিবিধ, প্রথম প্রকারের রৌপ্য মুদ্রায়