পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* প্রাচীন মুদ্রা । একদিকে রাজার মুখ ও অপরদিকে হার্কিউলিসের যৌবনকালের মূৰ্ত্তি অঙ্কিত আছে। দ্বিতীয় প্রকারের রজত মুদ্রায় হাকিউলিসের মূৰ্ত্তির পরিবর্তে গ্রীকৃদেবতা পালাসের ( Pallas ) মূৰ্ত্তি দেখিতে পাওয়া যায় । এই জাতীয় মুদ্রা অত্যন্ত স্থপ্রাপ্য এবং একটি মাত্র কলিকাতা মিউজিয়মে রক্ষিত আছে। দিমিত্রিয়ের ছয় প্রকার তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে। প্রথম প্রকারের তাম্র মুদ্রায় একদিকে শিরস্ত্রাণ-পরিহিত রাজার মূৰ্ত্তি অপর দিকে পক্ষযুক্ত বজ্ৰ খোদিত আছে । এই জাতীয় মুদ্র চতুষ্কোণ এবং ইহাতেই সৰ্ব্বপ্রথমে থরোষ্ট্র অক্ষরে রাজার নাম ও উপাধি লিখিত হইয়াছিল। লাহোরের চিত্রশালায় এই জাতীয় একটি মাত্র মুদ্রা আছে, তাহাতে খরোক্ট অক্ষরে ও প্রাকৃত ভাষায় “মহারজস অপরজিতস দিমে ত্রিয়স ] বা দেমেত্রিযুস” লিখিত আছে। দ্বিতীয় প্রকারের মুদ্রায় একদিকে সিংহচম্ম-পরিহিত হার্কিউলিসের মুখ ও অপর দিকে গ্ৰীকৃ দেবতা আর্তেমিসের ( Artemis ) মূৰ্ত্তি আছে । ত্রযুক্ত স্মিথ বলেন যে, এই জাতীয় মুদ্র নিকেল ধাতুতেও নিৰ্ম্মিত হইত। তৃতীয় প্রকারের মুদ্রায় একদিকে রাক্ষস-মুখযুক্ত ঢাল বা চৰ্ম্ম ও অপর দিকে একটি ত্ৰিশূল খোদিত আছে । চতুর্থ প্রকারের মুদ্রায় একদিকে হস্তিমুণ্ড ও অপর দিকে গ্রীকৃ দেবতা মার্কারির ( Mercury ) হস্তস্থিত দগুবিশেষ ( Caduceus ) অঙ্কিত আছে । পঞ্চম প্রকারের মুদ্রায় একদিকে (5) Punjab Museum Catalogue, Lahore, p. 14. No. 26. (*) Ibid, p. 13, Nos. 22-25 ; British Museum Catalogue, p. 7, Nos. 13-14; Indian Museum Catalogue, Vol. I, p. 9, No. 6. (2) Ibid, Note 1. (8) Ibid, Vol. I, p. 9, No. 7 ; B. M. C. p. 7, No. 14. . (4) Panjab Museum Catalogue, Vol. I, p. 13, No. 21 ; B. M. C. p. 7, No. 16.