পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশ্বপ গোত্র দত্তবংশ। ] উত্তরপ্লাষ্ট্ৰীজ কাম্রন্থ-কাণ্ড ృo్బలి সেই মাহালতের জমিদারিতে ইন্তক সন ১১৮৬ সাল আমাকে সরফরাজ করিয়াছেন ও কোশল ও কমিট হইতে সনন্দ দিয়াছেন।--পঃ বসিরহাট ১, পঃ এক্তিয়ারপুর ১, কিঃ পঃ হাতিয়াঘর মাত্র নমকপুঞ্জ ও মোলপুঞ্জ ১, কী পঃ ময়দা ১, তপে সমুল কিঃ পঃ মাগুরা ১, কিঃ পঃ মনিপুর এজমাঃ খড়দহ ১,=৬ ” এই কয়েকটা ব্যতীত আরও তিনটা মোট নয়টা পরগণা নৃসিংহদেব ১৭৭৯ খৃষ্টাব্দে পুনঃ প্রাপ্ত হইয়াছিলেন। লর্ড কর্ণওয়ালিস শাসনকৰ্ত্ত হইয়া আসিলে নৃসিংহদেব তাহার নিকট প্রার্থন জানাইলেন যে র্তাহার পৈতৃক সম্পত্তির কিয়দংশ তিনি পাইলেন, অবশিষ্ট সমুদয় সম্পত্তি র্তাহাকে ফিরাইয়া দেওয়া হউক। লর্ড কর্ণওয়ালিস তাহাকে বিলাতে কোর্ট অব ডিরেক্টরদিগের নিকট আবেদন করিতে বলিলেন। নৃসিংহদেব বিলাতের বিপুল ব্যয় নিৰ্ব্বাহের জন্য অর্থ সঞ্চয় করিতে থাকেন। ব্যয়সঙ্কোচের উদ্দেশ্যে তিনি ১৭৯১ খৃষ্টাব্দে অগ্রহায়ণ মাসে কাশীধামে গমন করেন। সেখানে যোগীদিগের উপদেশ অনুসারে যোগমার্গ অবলম্বন করেন। সাত বৎসর মধ্যে সাত লক্ষের অধিক মুদ্র সঞ্চিত হইল। বিলাতে আবেদন করিলে বিপুল ব্যয় হইবে অথচ ফল অনিশ্চিত এই ভাবিয়া তিনি তাহ না করিয়া একটী স্থায়ী কীৰ্ত্তিমন্দির প্রতিষ্ঠা করিতে ইচ্ছা করিলেন এবং ষট চক্রভেদ প্রণালীতে মন্দির নিৰ্ম্মাণ আরম্ভ করিলেন। তিনি এই মন্দিরনিৰ্ম্মাণকাৰ্য্য শেষ করিয়া যাইতে পারেন নাই। তাছার পরলোকান্তে তাছার পত্নী রাণী শঙ্করী এই নিৰ্ম্মাণকাৰ্য্য সম্পন্ন করেন এবং স্বীয় পতির উপদেশানুসারে উক্ত মন্দির মধ্যে পরাশক্তির বিকাশস্বরূপ হংসেশ্বরী দেবী মূৰ্ত্তি প্রতিষ্ঠা করিলেন । এই মূর্তির নিৰ্ম্মণকৌশল যোগী ব্যতীত অপরের বোধগম্য নহে। শকাৰী ১৭৩৭ বা (১৮১৪ খৃষ্টাব্দে } এই মন্দিরের নির্মাণ কাৰ্য্য শেষ হয়। মন্দিরসংলগ্ন প্রস্তরফলকে নিম্নলিখিত শ্লোকটী লিখিত আছে – “শাকাব্দে রসবাহমৈত্রগণিতে লীমন্দিরং মন্দিরং । মোক্ষদ্বারচ্যুদশেখরসমং হংসেশ্বরীর জন্তং । ভূপালেন নৃসিংহদেবকৃতিনরকং তদাঞ্জামুগা । তৎপত্নী গু কুপাদপদ্মনিরন্ত শ্ৰীশঙ্করী নিৰ্ম্মমে ।” ইম্পিরিয়াল গেজেটিয়ায় প্রভৃতি সরকারী বহু পুস্তকে এই মন্দিরের উল্লেখ রহিয়াছে। ইহার স্থাপত্য পরিদর্শন জন্ত বহু শিল্পী এবং মুনির দর্শন জন্ত ভারতবর্ষের নানা প্রদেশ হইতে বহু মাত্রী ও যোগী সন্ন্যাপী বঁশবাড়িয়ার রাজবাটী আসিয়া থাকেন। g রাজা নৃসিংহদেবের অপর কীৰ্ত্তি স্বয়ম্ভব মন্দির। হংসেশ্বরী মন্দির নির্মাণ কাৰ্য আরম্ভ হইবার কয়েক বৎসর পূৰ্ব্বে এই মন্দির প্রতিষ্ঠিত হইয়াছিল। মন্দিরগাত্রস্থ শিলাফলকে নিম্নলিখিত শ্লোকটী লিখিত আছে— “অtণাঞ্চলে সম্পূৰ্ণে শাকে শ্ৰীমৎস্বয়ম্ভব। রেজে তৎপ্রবৃহষ্ণু সৃসিংহদেবদত্ততঃ ”