পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

's og লঙ্গের জাতীয় ইতিহাস [ ৭ম অধ্যায়। ১৭১০ শকাব্দ বা ১৭৮৯ খৃষ্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত হয় । রাজা নৃসিংহদেব সংস্কৃত ও পারসী ভাষায় সুপণ্ডিত ছিলেন। চিত্র ও সঙ্গীতবিদ্যায়ও র্তাহার অসাধারণ নিপুণত ছিল । তিনি ধৰ্ম্মবিষয়ক সুন্দর সুন্দর সঙ্গীত রচনা করিয়াছিলেন। তন্মধ্যে কতকগুলি গান এখনও সাধারণে গীত হইয় থাকে। রাজা নৃসিংহদেব উড্ডীশতন্ত্র বাঙ্গল কবিতায় অনুবাদ করিয়াছিলেন। কাশীখণ্ড অনুবাদে তিনি প্রধান সহায় ছিলেন। ভূকৈলাসের রাজা জয়নারায়ণ ঘোষাল তাহার কাশীখণ্ড গ্রন্থে স্বয়ং লিপিবদ্ধ করিয়াছেন—

    • * * পাটুলি নিবাসী। খ্ৰীযুত নৃসিংহদেব রায়ণগত কাশী । যার সহ জগন্নাথ মুখুৰ্য্যা আইলা । প্রথম ফাল্গুনে গ্রন্থ আরম্ভ করিল।

籌 醬 米 来 癸 秦 তাহার করেন রায় তর্জম খসড়। মুখুৰ্য্য করেন সদা কবিতা পাতড় ॥ রায় পুনৰ্ব্বার সেই পাতড়া লইয়া। লিখেন পুস্তকে তাহ সমস্ত শুধিয় ॥ 嫩 赛 尊 粥 喙 崇 পদ্ধতি ভাষাতে করিলেন পরিষ্কার । রায় করিলেন সৰ্ব্ব গ্রন্থের প্রচার ॥” রাজা নৃসিংহদেবের পরলোকগমনের পরে তাহার দত্তকপুত্র রাজা কৈলাসদেব রায় তাহার উত্তরাধিকারী হইয়াছিলেন, কিন্তু রাণী শঙ্করী স্বহস্তে সমস্ত কর্তৃত্ব রাখিয়ছিলেন । র্তাহার বিলক্ষণ বিষয় বুদ্ধি ছিল ও স্বয়ং জমিদারী কাৰ্য্য পৰ্য্যবেক্ষণ করিতেন। প্রত্যেক পরগণায় গিয়া প্রজাদিগের সংবাদ লইতেন। তাহদের ছোট ছোট ছেলে মেয়েদিগকে ডাকিয়৷ স্বহস্তে মিষ্টান্ন বিলি করিতেন ! এজন্ত বৃদ্ধ প্রজার এখনও প্রাতঃকালে শয্য ত্যাগ করিয়া রাণী শঙ্করীর নাম স্মরণ করিয়া থাকে। রাণী সকলকেই সস্তানের দ্যায় স্নেহ করিতেন। র্তাহার দান এত অধিক ছিল যে ঠাহীর স্বামীর পরলোক গমনের পর যত দিন জীবিত ছিলেন তন্মধ্যে পঞ্চাশ লক্ষাধিক টীক। তিনি সংকার্য্যে ব্যয় করিয়াছিলেন। তিনি তুলপুরুষ দান করিয়াছিলেন। কলিকাতায় কালীঘাটের নিকটে তাহার একটা বাড়ী ছিল। কলিকাতার মিউনিসিপালিটি রাণীর নামে স্মৃতিরক্ষা জন্ত তথায় একটা গলির নাম “রাণী শঙ্করী লেন” রাখিয়াছেন । তথায় তাহার বংশধরগণ এখনও বাস করিতেছেন । রাণী শঙ্করীর পুত্র রাজা কৈলাস দেব ১২৪৪ সালের অগ্রহায়ণ মাসে পরলোক গমন করেন। তিনি একটী পুত্র রাজ দেবেন্দ্র দেব ও তিনটী কন্যা রাখিয়া যান, তন্মধ্যে একটা কন্তর বিবাহ কান্দী রাজবাটীতে সুবিখ্যাত লালাবাবুর পুত্ৰ শ্ৰীনারায়ণ সিংহের সহিত হইয়৷ ছিল । তাহার নাম ছিল রাণী করুণাময়ী । রাজা দেবেন্দ্রদেব সন ১২৫৯ সালের বৈশাখ মাসে পরলোক গমন করেন। র্তাহার মৃত্যুর ছয় মাস পরে রাণী শঙ্করী মানবলীলা সম্বরণ করেন। তৎকালে বুজি দেবেন্দ্র দেবের