পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাপ্তপ গোত্র দত্তবংশ । ] উত্তররাষ্ট্ৰীক্স কাঞ্জস্থ-কাণ্ড Yነa দিনেমার গবর্ণমেণ্ট প্রথমে রাজা মনোহর রায়ের নিকট হইতে মৌজা আকন ও পেয়ারীপুর বন্দোবস্ত লইয়াছিলেন, পরে ১৭৫৯ খৃষ্টাব্দে তৎপুত্র রাজচন্দ্রের নিকট হইতে শ্রীরামপুরে ৬০/ বিঘা জমি বার্ষিক ১৬০১ টাক। খাজনায় বন্দোবস্ত লইয়া তথায় গৃহাদি নিৰ্ম্মাণ করিয়াছিলেন (১) ডেনমার্কের রাজা ফ্রেডরিকের পক্ষ হইতে একখানি কবুলিয়ৎ লিখিয়া দিয়া দিনেমার গবর্ণমেণ্টের স্থানীয় শাসনকর্তা তাহাতে সহি করিয়াছিলেন। প্রায় ৩০ বৎসর পূৰ্ব্বে আমরা উক্ত কবুলিয়ৎখানি দেখিয়াছিলাম, কিন্তু বহু কাগজের সহিত সেখানি নষ্ট হওয়ায় এক্ষণে তাহ পাওয়া গেল না । ১৮৪৫ সালে দিনেমার গবর্ণমেণ্ট ইংরাজ কোম্পানিকে সাড়ে বার লক্ষ টাকা মূল্যে র্তাহীদের ভারতীয় অধিকার বিক্রয় করেন। উক্ত সন্ধিপত্রের ষষ্ঠ দফায় এই বিষয় উল্লেখ রছিয়াছে। আর ইহাও স্পষ্ট লেখা রহিয়াছে যে ভারতীয় সম্পত্তি মধ্যে তাঞ্জোরের রাজাকে বার্ষিক ৪০০০ টাকা ও শেওড়াফুলীর রাজাকে বার্ষিক ১৩০ সিন্ধ টাকা ( কোম্পানির ১৭০৮ টাকা ) রাজস্ব দেওয়া ব্যতীত ইংরাজ কোম্পানির আর কোনও দায়িত্ব রহিল না (২) দিনেমার গবর্ণমেণ্ট উক্ত স্থান বন্দোবস্ত লইয়া স্বীয় রাজার নামানুসারে ফ্রেড রিক্স নগর নাম রখিয়াছিলেন। শ্রীরামপুরের উক্ত স্থান সম্প্রতি অন্যান্ত সম্পত্তির সহিত শেওড়াফুলীর রাজবংশের হস্তচু্যত হইয়াছে। মাত্র বিচারালয় ও তৎপশ্ববৰ্ত্তী স্থান শেওড়াফুলীর রাজবাটীর শ্ৰীশ্ৰীyসৰ্ব্বমঙ্গল ঠাকুরাণীর দেবোত্তর রহিয়াছে। শেওড়াফুলীর রাজবংশধরগণ তজ্জন্ত গবৰ্ণমেণ্টের নিকট হইতে বার্ষিক ৪৮১° টাকা রাজস্ব পাইয়া থাকেন। রাজা মনোহর রায়ের এক পুত্র রাজচন্দ্র রায় এবং দুইটী কন্যা ছিল। প্রথম কস্তার বিবাহ হরিশাড়ার মাধে রাঘব সিংহ বংশে গোপীনাথ সিংহ সহ এবং দ্বিতীয়ার বিবাহ কান্দী প্রভাকর সিংহ বংশে হীরারাম সিংহের ধারায় বাবুরাম সিংহের সহিত হইয়াছিল। গোপীনাথের চারি পুত্র কৃষ্ণচন্দ্র সিংহ, রঘুনাথ সিংহ, রামশঙ্কর সিংহ ও পাৰ্ব্বতীচরণ সিংহ সন ১১৩৬ সালের ২৩শে ফাল্গুন তারিখে রাজা রাজচন্দ্র রায়ের নিকট পাচঘরা গ্রামের মজকুরী হিস্য। ॥১০ আন অংশ বার্ষিক ১৫১ টাকা জমায় বন্দোবস্ত পাইয়৷ তথায় বাস করেন। তাহাদের বংশধরগণ এখনও তথায় বাস করিতেছেন এবং উক্ত সম্পত্তি ভোগ করিতেছেন। উক্ত ১৫১ টাকা তাহারা কখনও শেওড়াফুলীর রাজাদিগকে দেন নাই এবং এখনও কাহাকেও দেন না। ঐ তারিখে বাবুরাম সিংহের পুত্র ভোলানাথ সিংহ রাজা রাজচন্দ্র রায়ের নিকট হইতে ঘোষ মৌজা বন্দোবস্ত পাইয়া তথায় বাস করেন। (») Vide Treatise, Sanads &c of Bcngal and neighbouring Countries, vol 1, 2 (*) Vide Toynby&*3. Administration Report (from 1795 to 1845) of the Hooghly District p. 27 and P. 79, published in 1888,