পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विठौग्न छूश ] বিরাজ-বে। brst লোকের সঙ্গে যখন কথা কযেছ, তখন অনেক সুঃখেই কযেছ । সে কথা ও ছাড়া আব কী হতে পারে বিরাজ ? বিরাজ আনন্দে চোপ বুজিল, সেই মুদ্রত চোখ হইতে আবার ভাল পড়িল কিন্তু কাজটা ভাল কর নি । আমাকে জানানো উচিত ছিল । আমি গিয়ে তাকে বুঝিযে দিতুম । আমি অনেক দিন আগে তার মনের ভাব টের পেযেfছ । চাহ যেfদন ঘাট বানাচ্ছিল ওখানে, সেই দিনই আমি বলেছিলুম --ওকে বলে আসি, গেংস্ত বাড়ির সামনে ও ঘাট চলবে না । আর ভাল কথাস না শোনে ত ঘাট ফাট-টান মেরে ভেঙ্গে নদীর জলে ভাসিযে দিযে আসি । তুমিই বারণ করেছিলে বলে এতদিন একটা কথা কই নি । বিরাজ । ভালই করেছিলে । নীলাম্বর । ভাল করেছিলুম কিনা বুঝতে পারছি না । কিন্তু আর নয়। চপ করে থাকা আর নয। আজই এর একটা নিম্পত্তি করব। আজ সারাদিন ওর প্রতীক্ষণয থাকব, দেখি— কথযি কপায় নীলাম্বর উত্তেজিত হইয়া উঠিয় দাড়াইল । দেপিয়া বিরাজ ভয় পাইয়া বলিল— বিবাজ । কেন ? কেন ? নীলাম্বর । দুটো কথা না বললে ভগবানের কাছে অপরাধী হয়ে থাকতে হবে, তাই । বিরাজ । তুমি যাবে জমিদারের সঙ্গে বিবাদ করতে ? নীলাম্বর। বিবাদ আমি করতে চাই না, কিন্তু যদি হয ত কী করব ? বড়লোক বলে যা ইচ্ছে অত্যাচার করবে তাই সয়ে থাকতে হবে ?