পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরাজ-বেী [ তৃতীয় অঙ্ক وهي বিরাজ। অত্যাচার করছে তুমি প্রমাণ করতে পার ? নীলাম্বর । ( রাগ করিয়া ) আমি মুখ খু লোক, এত তর্কের ধার ধারি নে। স্পষ্ট দেখছি অন্যায করছে, আর তুই বলিস প্রমাণ করতে পার। পারি না পারি, সে আমি বুঝব। বিরাজ । ( ভয় পাইয়া ) না না, সে হবে না, এ নিয়ে তুমি তাকে একটি কথাও বলতে পাবে না । নীলাম্বর । ( বিস্মিত হইয' ) কেন তুমি এত বারণ করছ, আমি বুঝতে পাবছি না । আমি স্বামী, আমার কি একটা কৰ্ত্তব্য নেই ? বিরাজ । ( বলিযা ফেলিল ) স্বামীর অন্ত কৰ্ত্তব্য আগে কর, তারপর এ কর্তব্য করতে যেও । যাদের দুবেল ভাত জোটে না, তাদের মুখে একথা শুনলে লোকে গায়ে থুথু দেবে। নীলাম্বর । কী ? BBB B BBBB BBB BBBS BBBS BBBS BBBS BBB BBB BB লজ্জায় এতটুকু হইয়া মাথা নিচু করিয়া বসিয়া রহিল। নীলাম্বর দুই হাতে মাথাটা চাপিয়া ধরিয়া উঠানের এক প্রাস্ত হইতে অপর প্রাস্ত অবধি দ্রুত পদচারণা করিল, তারপর গভীর আর্তকণ্ঠে বলিল— নীলাম্বর । আমি যে কত বড় অপদার্থ বিরাজ, তা তোর কাছে যেমন শিখি, তেমন আর কারও কাছে নয । বলিয়া সে বাহির হইয় গেল। নতমুখে বসিয়া বিরাজ নিজের কপালে বীর বার DBBB BBB BBB S BBBB BB BBBB BBB BBBB BBB একেবারে বিরাজের পায়ের কাছে বসিয়া পড়িল ও বলিল— মোহিনী । ও দিদি, শাপ-সম্পাত দিও না তুমি, আমার মুখ চেয়ে ওঁকে তুমি মাপ কর। ওঁর কিছু হলে আমি বঁচিব না দিদি । -