পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় দৃপ্ত ] বিরাজ-বে) .tr3 বিরাজ । মাপ করলুম বোন, আমি মাপ করলুম। ছোট-বে। পায়ের ধূলা লইয়া মাথায় দিয়া আনন্দিত মনে প্রস্থান করিল। iবরাজ তাহার গমন পথের দিকে চাহিয়া অকস্মাৎ নিজের কপালে পুনরায় করাঘাত করিতে করিতে বলিল— বিরাজ । ওকে দেখে শেখ রে হতভাগ, ওকে দেখে শেখ । एडिौश्च शृश्] ভাঙ্গী চণ্ডীমণ্ডপ চালে থড় নাই, রক ধ্বসিয়া গিয়াছে, চালার এক অংশ ঝুলিয়া পড়িয়াছে । অন্ধকার রাত্রি । বিদ্যুৎ চমকাইতেছে, বৃষ্টি পড়িতেছে। সেই অন্ধকারে একটা ভিজা গামছা মাথায় দিয়া সুন্দরী প্রবেশ করিল সুন্দরী । এ কী জলের ছিষ্টি বাপু, তিন তিনটে দিনে ছাড়ান নেই একদণ্ড । বিদ্যুৎ চমকিল আবার চেপে এল যে । বলিয়া সে চালার নীচে দাড়াইতে যাইতেছে, এমন সময় আবার বিদ্যুৎ চমকিল । সেই আলোকে সুন্দরী দেখিল চণ্ডীমণ্ডপের ধারে একটি শীর্ণ স্ত্রীমূৰ্ত্তি আসিয়া ধাড়াইয়াছে। দেখিয়া নিদারুণ ভয়ে তাহার মুখ দিয়া অন্মট ধ্বনি বাহির হইল— ও মাগো, কে গা ? বিরাজ । ( চমকিয় ) কে রে ; কে ওখানে দাড়িয়ে ? प्रन्सद्वैौ ।। ७मा, cदोभा ? छूमि ? (कां८छ्ञांगिण) छूमि ७३ এৰ পছর রাতে অন্ধকারে একলা এখানে ?