পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रुजैौश् धि ] বিরাজ-বেী 盤や রূপ, রূপ, রূপ ! শুনে শুনে কান আমার পচে গেল। কিন্তু আর যারা বলে, তাদের না হয় ঐটেই সব চেযে বেশি চোখে পড়ে, তুমি- স্বামী, একটুকু বযেস থেকে তোমাকে ধরে এত বড় হয়েছি, তুমিও কি এর বেশি আমার আর কিছু দেখ না ? এইটেই কি আমার সব চেযে বড় বস্তু ? তুমি কী বলে এ কথা মুখে আন ? আমি কি রূপের ব্যবসা করি, না এই দিয়ে তোমাকে ভুলিয়ে রাখতে চাই ? নীলাম্বর থতিমত খাইয়া স্বলিতে গেল নীলাম্বর । না না, তা নয়—তা বলি নি— বিরাজ । t বাধা দিযl ) ঠিক তাই । সেই জন্তেই একদিন জিজ্ঞাসা করেছিলুম, আমি কাল কুচ্ছিত হলে আমাকে ভালবাসতে কি না । মনে পড়ে ? নীলাম্বর ৷ পড়ে। কিন্তু তুমিই ত তখন বলেছিলে— বিরাজ । হা, বলেছিলুম আমি কাল কুচ্ছিত হলেও ভালবাসতে, কেন না তুমি যে আমাকে বিযে করেছ। তুমিও কি না আমাকে রূপের জন্তেই ভালবাসবে ? ছাই রূপ । রূপ কিসের ? গেরস্তর মেয়ে, গেরস্তর বেী, আমাকে ও কথা শোনাতে তোমার লজ্জা করে না ? বলিতে বলিতে ক্রোধে অভিমানে তাহার চোপে জল আসিয়া পড়িল । দেখিয়া নীলাম্বর তাড়াতাড়ি তাহার ডান হাতখানি নিজের দুই হাতের মধ্যে চাপিয়া ধরিল বিরাজ । ( বাম হাতে চোথের জল মুছিয়া ) ছাড়, তাত ছাড় । নীলাম্বর । এখনও রাগ করে আছ বিরাজ ? বিরাজ । রাগ কিসের ? তুমি হাত ধরলে আমার রাগ থাকে কি ? নীলাম্বর। আমি মুখ ধু লোক, বোকা লোক, সবাই তা জ্ঞানে, , আমি নিজেও কম জানি নে। আমার কথায় এত রাগই কি করতে হয় বিরাজ ?