পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 বিরাজ-বেী [ দ্বিতীয় অঙ্ক বিরাজ । কেন তুমি ও-সব কথা বললে ? তাই ত মাথা গরম

  • び菊 (.* ]

নীলাম্বর । কিন্তু আমি ত মন্দ কথা বলি নি বিরাজ । বিরাজ আবার অসহিষ্ণু হইয়া উঠিল । হাত ছাড়াইয়া লইয়া বলিল— বিরাজ। তবু বলবে মন্দ কথা নয। খুব মন্দ কথা, অত্যন্ত মন্দ কথা । ওব চেয়ে মন্দ কথা মেযেমাচুষের কাছে আবে নেই। ওই জন্তেই সুন্দরীকে আজ— চুপ করিয়া গেল নীলাম্বর। ওই জন্তেই সুন্দরীকে আজ—? বিরাজ চুপ করিয়া রহিল । নীলাম্বর। ( ক্ষণকাল মৌন থাকিয়া ) শুধু এই দোষে তাকে তাড়িয়ে দিলে ? বিরাজ । হু । নীলাম্বর আর প্রশ্ন করিল না । তখন বিরাজ নিজেই বলিল— বিরাজ। দেখ জেরা ক’র না, আমি কচি খুকী নষ্ট, ভালমন্দ বুঝি । তাড়াবার মত দোষ করেছে বলেই তাড়িয়েছি। কেন, কী বৃত্তাক্ত, এত কথা তুমি পুরুষমানুষ নাই শুনলে । নীলাম্বর । না, আর শুনতে চাই নে । নীলাম্বর উঠিয়া ধীরে ধীরে বাহিরে যাইবার মুখে দরজার কাছ হইতে বলিল— নীলাম্বর । তোমার ভাত বোধহয় পুড়ে গেল বিরাজ । প্রস্থান বিরাজ । ষাকৃগে, যাক । সব পুড়ে যাক । ( বলিয়া সে ভাতের হাড়ি নামাইয়া উকুনে জল ঢালিযা দিল ) আমি আর পারি নে, আর আমি পারি নে ।