পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ দৃশু নীলাম্বরের বাটীর প্রাঙ্গণ । ঘরগুলির জার্ণ অবস্থা, চালের খড় স্থানে স্থানে উঠিয়৷ গিয়াছে, ছাওয়া হয় নাহ। রান্নাঘরের দাওয়ার একটা অংশ ধ্বসিয়া মাটির স্তপে পরিণত হইয়াছে। উঠান জঙ্গলাকীর্ণ, অপরিচ্ছন্ন। দেখিলেই ইহাদের বর্তমান দৈস্ত বুঝা যায়, যেটুকু বাকি থাকে তাহা বিরাজের প্রবেশে স্পষ্ট হইয় উঠে। বেল দ্বিপ্রহর । চাডালদের মেয়ে তুলসী প্রবেশ করল তুলসী । কোথা গো বাউন-বোমা ? ( কাছারও সাড়া না পাইয়া গগা চড়াইযা ডাকিল ) অ বেীমা, বলি বোমা কি ঘরে আছ না কি ? বিরাজ প্রবেশ করল। তাহার দেহ মলিনতর, কেশ রক্ষ, অযত্নবদ্ধ, বস্ত্র জীর্ণ সেলাই করা। তাহার হাতে একটি ছোট চুবড়িতে কিছু শাক বিরাজ। কী রে, তুলসী ? এলি ? সময় হল তোর আসবার ? তবু ভাগ্যি আমার । তুলসী । এই দেখ, বৌমার কথা শোনো দিকি । এই দুকুর-বেলা বাউন-বেীমা আমার সাথে ঝগড়া করতি এল । সময় হবে না কেন বেীমা, সময আমার আতদিনই হয। কী করব বল, ফুরসৎ পাই নে মা। এই অথ গেল ত আশ এল, অশের পর তোমার পূজো আসতেছে। ডাল চ্যাঙ্গারি খুচুনি কুলে যা পারি এই সময় দুখান বুনে না দিলি দুটাে পয়সা এসবে কোখেকে বল ত বৌমা ? মেলার সময় চলতিছে কিনা। বিরাজ । কোথায় কোথায় মেলায় নিয়ে যাস তোরা ? তুলসী। সৰ্ব্বত্তরে নিয়ে যাই মা । ইদিকে তোমার ছিরামপুরে মায়েশের অর্থের মেল থেকে, উদিকে তিরপুণির মেলা, তারপর সেদিকে বাবা তারকেশ্বরের মেলা—সব মেলাতেই পাঠাই বেীমা, নইলি এতগুনো আক্কোসের পেট কি আমনি ভরাতি পারি ?