পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ দৃশু ] বিরাজ-বে। ঔo৯ ভাবে ) ওমা, বাবাঠাকুর যে । ( মাথায আঁচল টানিয়া দিতে চেষ্টা করিল । বৌমা কোথা গো বাবাঠাকুর ? নীলাম্বর জবাব না দিয়া উঠিল ও বাহিরে যাইতে যাইতে পীতাম্বরের অংশের দিকে মুখ করিয়া একবার ডাকিল— নীলাম্বর । পীতাম্বর ঘরে আছিস নাকি ? বলিতে বলিতে বাহির হইয়া গেল । তুলসী । ও বাউন বেীমা, আবার আগ করলে না কি গো ? তা কর, এখন চাল গুনো ধুই কোথায় বল বাপু । বলিতে বলিতে সে ভিতরে চলিয় গেল । পাতাম্বরের অংশে বেড়ার আড়ালে নীলাম্বরের ও পীতাম্বরের কণ্ঠ শোনা গেল । কথা কহিতে কহিতে তাহার। আগাইয়া আসিল নীলাম্বর । ভাবনার কথা আর কিছু নয। তবে, সেই বিয়ের কনে গেছে, আর এই দু’ দুটো বছর ঘুরতে চলল—একবার আনতে পারলুম না, তাই— পীতাম্বর । তাতেই বা ভাবনার কী আছে ? শ্বশুরবাড়ি আছে বই বনে বাস করছে না, খাবার পরবার কষ্ট নেই, মেয়েমানুষের আবার কী চাই ? নীলাম্বর । তুই বলিস কী রে পীতাম্বর ? মেয়েমানুষ বলে দুবেলা ছু মুঠো খেতে পেলে আর একখান কাপড় পরতে পেলেই স্বর্থী হল ? এই যে পুটি আমার আজ ছুটি বছর আমার কাছে আসতে পায় নি, একবার দাদা বলে আমার কোলের কাছে এসে দাড়াতে পারে নি, তার বুকটার মধ্যে কী হচ্ছে, তা সে-ই জানে আর আমিই জানি। পীতাম্বর । তা যদি বললে দাদা, তবে বলি। মেয়েছেলে, পরের ঘরে যাবেই । অত অাদর দেওয়াটাই তোমার—