পাতা:বিশ্বকোষ পঞ্চদশ খণ্ড.djvu/৫৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যবদ্বীপ ভুকম্পে এবং সালাংগাং পৰ্ব্বতের অগ্নিপ্রাবে ১১৪ খানি গ্রাম কর্দম ও ভস্মাচ্ছাদিত এবং প্রায় ২০••• মনুষ্য কালগ্রাসে নিপতিত হইয়াছিল। ১৮৬৭ খৃঃ অঃ ভূকম্পে ১••• cणाक निश्ऊ श्ब्र। ०४४० धृष्ठेादकद्र २७ ७ २१ c* श्रांशठे তারিখে যবদ্বীপে ৰে ভাষণ অযুদগম হইয়াছিল, তাহাতে ক্রাকাটোয়। নামক ৩০০০ ফিট উচ্চ একটা দ্বীপ পৃথিবীর পৃষ্ঠ হইতে অদৃগু হইয়া যায় ! ভীমবেগে অগ্নিগিরি হইতে ক্রমাগত ধাতুনিঃস্রব এবং ভস্মাদি অন্তরীক্ষে উৎক্ষিপ্ত হইয়া দুই দিন চতুদ্ধিক ঘনান্ধকারে পরিণত করিয়াছিল। দুই রাত্রি ব্যাপিয়া গ্রহনক্ষত্রাদি কিছুই দৃষ্টিগোচর হয় নাই । ২০০০ মাইল দূরবর্তী দেশে অগ্নিশৈলের ভীমগর্জন শ্রীক্ত হইত্তে লাগিল। প্রবল ভূকম্পে সমুদ্রসলিল ১•• ফিট উচ্চ হুইয়। প্রলয়কালীন জলধরের ন্যায় যবদ্বীপ গ্ৰাস করিতে অগ্রসর হইয়াছিল । সেই বিভীষিকাম্প্রদ থও প্রলয়ে অকস্মাৎ যব ও সুমাত্র দ্বীপের আলোকগৃহ অন্তৰ্হিত হইয়া যায় । ৫০• মাইল দূরবর্তীস্থানে ৮১• হাত ভষ্মন্ত,প সঞ্চিত হয়। যেখানে বৃক্ষলতা গ্ৰাবজন্তুসমা কাণ জনতাপূর্ণ সমৃদ্ধ নগর ঐশ্বয্যের ক্রোড়ে নিদ্রিত ছিল, সেখানে দেখিতে দেখিতে মহাসমুদ্রের ফেনিল ডগুলি তরঙ্গমাল৷ অট্টহাস্তে ক্রীড়া কাল্পতে লাগিল । এই থও প্রণয়ে ২০০০ • লোক কালগ্রাসে পতিত হয় । উক্ত ঘটনায় যবদ্বীপের হিন্দুমন্দির “বরোবন্দর” বা “বলভদ্র” মন্দিরের চুড়া ভাঙ্গিয়া যায় এবং চওঁ শিবমন্দির ভূকম্পের ভীষণবেগে ভূমিতল চুম্বন করে। এখনও ধবদ্বীপে ৪৫ট আগ্নেয়পৰ্ব্বত বিদ্যমান । সকলগুলির শৃঙ্গ মোচাও । বিয়ুবিয়স ব্যতীত এরূপ ভীষণ আগ্নেয়গিরি আর কুত্ৰাপি নাই। এই সকল অগ্নিশৈলের পাদদেশ “বিষক্ষেত্র” বেষ্টিত । এহ বিধক্ষেত্রে কাব্বণিক এসিড গ্যাস ঘনীভূত হইয়া বিদ্যমান রছিয়াছে। তথা বিমাত্রেই উপস্থিত হইলেই মৃত্যুমুখে পতিত হইয়া থাকে। অনেক অগ্নিপৰ্ব্বতের গাত্র গন্ধকদ্রাবকের বাম্পে সমাচ্ছন্ন। কোন স্থানের উষ্ণপ্রস্রবণ হইতেও কেবল গন্ধক উত্থিত হইতেছে। ধৰদ্বীপবাসী অগ্ন্যুৎপাত ভয়ে সৰ্ব্বদাই ভাত ও চকিত । এই সকল কারণে বোধ হয় যে, এখানকার ভূগর্ভস্থ অগ্নিশক্তি এখনও ক্রিয়াশীল অবস্থায় আছে । যুবীপ-পৰ্ব্বতমালার অধিকাংশই অগ্নিগিরি-নিক্ষিপ্ত ভূগর্ভস্থ পদার্থে উৎপন্ন। ভূতত্ত্বজ্ঞ পণ্ডিতগণ বলেন, হংকালে ৰবীপ মনুষ্যবাসের যোগ্য হয়, অংকালে ইহ স্বমাত্র, বোপিও প্রভৃতি ৮টা দ্বীপে বিভক্ত झिण ! রামায়ণেও স্বৰদ্বীপের বর্ণনাৰ দপ্তরাজ্যোপশোভিত વર o রূপ বিশেষণ দেখা মাৱ স্বৰীশের আঞ্চেপৰ্ব্বতসমূহের : | *] * যবদ্বীপ মধ্যে সৰ্ব্বোচ্চ এবং সৰ্ব্ব প্রধান জমেরূপৰ্ব্বত । এতদ্ভিন্ন রাবণ, অর্জুন, লব, শস্তু ইত্যাদি নামধের অগ্নিশৈল বিদ্যমান আছে । অগ্নিগিরিনিঃস্থত শৈলখণ্ডেয় সহিত ভারতের দক্ষিণাত্যের পৰ্ব্বতমালার বিশেষ সাদৃপ্ত আছে। সাধারণতঃ পৰ্ব্বত সকলের উচ্ছ,ায় ২• • • হইতে ১৯৬০১ ফুট। যবদ্বীপ সাধারণতঃ পুৰ্ব্ব ও পশ্চিম এই ফুই প্রাক্কপ্তিক ভাগে বিভক্ত। পশ্চিমাংশে নদীগুলি প্রধানতঃ উত্তরবাহিনী, তন্মধ্যে জি-তায়াং এবং জি-মাকুক সৰ্ব্বাপেক্ষা দীর্ঘ এবং বিস্তৃত। নদীর নামের পূৰ্ব্বে অনেক স্থলে কালী শস্ব ব্যবহৃত হয় । পুৰ্ব্ব-ঘবের নদীগুলি বাণিজ্যের বিশেষ উপযোগী। দক্ষিণ-যবের নদীগুলি ক্লষিকার্য্যের বিশেষ সহায়তা করে। যবের উত্তর উপকুলে বাণিজ্যপ্রধান বন্দরাদি অবস্থিত। এখানকার উপত্যক। ভূমি অত্যন্ত উৰ্ব্বর এবং নানাপ্রকার শস্তসমৃদ্ধিতে পরিপূর্ণ। এখানে নান৷ প্রকার মৃত্তিক দৃষ্ট হয়, তাহাতে বিবিধ প্রকার পণ্যদ্রব্য প্রস্তুত হইয়া থাকে। কোন মুক্তিকায় পোর্সিলেন প্রস্তত হয় । অম্পে নামে এক প্রকার সুস্বায়ু মৃত্তিক। স্থানীয় অধিবাসিগণুের খাদ্য । কোন স্থানের স্মৃত্তিক গাঢ় হরিদ্রাবর্ণ। এতদ্ভিন্ন মার্বেল, চুণাপাথর, খড়ি, গন্ধক প্রভৃতি নানা প্রকায় শৈলথও ° ४प्ल? एोप्नु । সমতল-প্রদেশের ভূমি পলিময়, ‘দোআঁশ ও জল- , a;qafawffw ( Alluvium & diluvium ) i C*j* c*t* ' স্থান প্রবাল-কীটের ধ্বংসাবশেষে পূর্ণ। নদীতীরবর্তী ভূভাগে এবং নিম্ন জলাভূমিতে প্রচুর পরিমাণে ধান্ত উৎপন্ন হয়। এই জন্ত যবদ্বীপকে ভারতসাগরীয় দ্বীপগুলির শস্তভাণ্ডার বলে। বিষুবরেখার সন্নিহিত বলিয়া এবং চতুর্দিকে সমুদ্র বেষ্টিত পাকায় এথানকার জলবায়ু উষ্ণ এবং মধুর। এই দ্বীপ বাণিজ্যবায়ুর প্রবাহপথে অবস্থিত । বাতাবীয়ায় বেধালয়ে জাৰস্থবিস্তাবিষয়ক ( Meteorological ) পরীক্ষা দ্বারা নির্ণীত হইয়াছে যে, বৎসরে গড়ে ৭৮-৮৯ ইঞ্চি বৃষ্টিপাত হয় । এখানে বৈশাখ হইতে আশ্বিন পৰ্য্যস্ত দক্ষিণপুৰ্ব্ব বায়ু এবং কাঞ্জিক হষ্টতে চৈত্র পর্য্যস্ত উত্তরপশ্চিম বায়ু প্রবাহিত হয় । পশ্চিম এবং মধ্য-ববের জলবায়ু পুৰ্ব্ব-যব হইতে সম্পূর্ণ বিভিন্ন। কারণ পুৰ্ব্ব-ধবে অধিক পরিমাণে বৃষ্টি হয় না। স্থানের উচ্চতা এবং সমুদ্রের সান্নিধ্য বশতঃ উত্তাপের তারতম্য হইয় থাকে । बांठादौब्राहङ थाग्न बाब्रमाणहे बु४ि°ांफ श्ब्रा श्वt८क । बायूग्न উত্তাপ কোন কোন সময়ে ৯৮ (ফা ) উঠিয়া থাকে। গ্রীষ্ম এবং বর্ষ। এই দুইটা ধরের প্রধান ঋতু। কখন কখন এখানে কীৰ্ত্তিক ও অগ্রহায়ণ সালে বজাৰাস্ত ও বিদ্যুত্থাৎকারে তুমুল