পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूनन . शश्च । उॉइडबार्क, श्रांजिणूश, कांगे, नएको, निद्रौ, शजिनूब, পাটন, ভাগলপুর, মুর্শিদাবাদ ও পুণার নিকটস্থ শিবপুরে কাচের চুড়ী প্রস্তুত হয়। বল বাহুল্য উৎকৃষ্ট কাচের চুড়ী বিলাত, চীন একৃতি স্থান হইতে লাইসে। গালার চুড়ী প্রায় দেশের সর্বত্রই প্রস্তুত হইতেছে । গাল ও মাটী মিশাইয়া প্রথমতঃ চুড়ী প্রস্তুত হয়, পরে উহার উপরে লাল, নীল, সবুজ, হলদে প্রভৃতি রঙের গালা দিয়া রং করা হয়। রং করা খইলে অনেক সময় উছার উপরে কাচের মালা, স্নংত,চুমকি, भ्रूण द्रत्रिम कांफ़ हैऊानि दशाहेब्रां प्रश्माद्र कब्र श्, । श्रांगांद्र সহিত ধাতুর গুড়া মিশাইয়া উহা চুতীর উপর মাখাইলে চুড়ী षोडूद्र छांद्र भांडांयूख श्छ । আসামের মধ্যে শ্ৰীহট্ট জেলার করিমগঞ্জ গালার চুড়ী তৈয়ারের প্রধান স্থান । দিল্লী, রেব, ইন্দোর প্রভৃতি স্থানে সৰ্ব্বোৎকৃষ্ট গালার চুড়ী প্রস্তুত হয়। পূৰ্ব্বে সধবা স্ত্রীলোকমাত্রেই শঙ্খ পরিধান করিতেন। এখনও অনেকে শাখের বালা ও শাখের চুড়ী পরিতেছেন। ঢাকা নগরেই এক্ষণে সৰ্ব্বোৎকৃষ্ট শাখের চুড়ী নিৰ্ম্মাণ হয়। এই সকল চুড়ী গাল দ্বারা রঞ্জিত ও চুম্বকী ইত্যাদি দ্বার সুশোভিত হইয়া থাকে। ঢাকায় জলতরঙ্গ, ডায়মগুকাটা, কালিশদার প্রভৃতি নানা প্রকার শাখের চুড়ী প্রস্তুত হয় । পঞ্জাব, সিন্ধুপ্রদেশ, রাজপুতনার পশ্চিমে বোম্বাই প্রেসিডেন্সির ও মধ্যপ্রদেশের অনেক স্থানে ও বাঙ্গালার কোন কোন স্থানে হস্তীদন্তের চুড়ী ব্যবহার হয়। পঞ্জাৰে বিবাহের সময় কন্যার মাতুল তাহাকে এক জোড়া রং করা ও চুমকি বসান হাতীর দাতের চুড়ী প্রদান করে। উচ্চশ্রেণীর স্ত্রীলোকেরা বিবাহের পর এক বর্ষ পর্য্যন্ত ঐ চুড়ী পরিধান করিয়া থাকে, অনস্তর স্বর্ণরৌপ্যাদির আভরণ পরে। রাজপুতান রেলওয়ের যোধপুর শাখায় অবস্থিত পালিনগর হাতীর দাতের চুড়া ব্যবসার প্রধান স্থান। মহিষশৃঙ্গ হইতেও চুড়ী প্রস্তুত হইতেছে। এই চুড়ীর উপর স্বর্ণরৌপ্যাদির নানারূপ লতা পাত কাটা থাকিলেও অতি স্থগার ও মূল্যবান হয়। চী (হিনী) রক্তবর্ণ ক্ষুদ্র রত্নবিশেষ, স্থানবিশেষে চুণী:মুক্তাও هانی বলিয়া থাকে। [ চুণী দেখ। ] চুত (পূ) চোতাত ক্ষতি শোণিতান্তিময়াং চুত বাহুলকাং ঘএর্থেকঃ । ১ মলদ্বার । ২ যোলি । ( শঙ্করত্না” ) তি (স্ত্রী) চোতাত ক্ষরতি মলশোণিতাদি বস্তাঃ চুত-ইন্‌ (সৰ্ব্বধাভূভাইন উ ৪১১৭) মলখার (শাররাবলী ) চুমন, (দেশজ) ১ বাছন। २ निर्दिछन । [ ৩৭১ ] क्लर्नेो 吠、 ёнщнёнщнщн চুমারগড় t চনায় দেখ। ] চুনী, চুণী, স্বয়বিশেষ। সংস্কৃত পৰ্যায়—মাণিক্য, শোণরত্ন, রন্ধরাজ, রবিরত্ন, শৃঙ্গার, রঙ্গমাণিক্য, তরুণ, রাগযুক্ত, পদ্মরাগ, রত্ব, শোশোপল, সৌগন্ধিক, লোহিতক, কুরুবিদ । আধুনিক জহুরীগণ রক্তবর্ণ বহুমূল্য অনেক প্রকার প্রস্তরকে চুণী অাখ্যা প্রদান করেন। রক্তশাস্ত্রে মাণিক্যরত্নের যেরূপ লক্ষণাদি নির্ণীত আছে, তৎপাঠে অনুমিত হয় যে, ' আধুনিক চুণী নামক প্রস্তরকেই পূৰ্ব্বে মাণিক্য বলিত । क्यूब्रि 8ञ्चणा ७ काछि हेडानि ८ङप्न अझौश्रय क्लीहक চারি জাতিতে বিভক্ত করেন, যথা চুণী নরম, চুণী গুমিয়েৎ, টুপী কড়া ও চুনী মাণিক। শেষোক্ত চুণী মাণিকই প্রাচীন পদ্মরাগমণি । ইহার ইংরাজী নাম Oriental ruby, অস্তান্ত ੀ Spinel ruby, Brass ruby, Almandine ruby ostfit নামে খ্যাত । চুণী মাণিক, পান্না, মরকত ইত্যাদি কয়েকট রত্নের রাসায়নিক উপাদান একরূপ । ইহারা সকলেই জালুমিনিয়াম (Aluminium) s stirata (Oxygen) đề g# মূল পদার্থ cattst &««ta (Al, 2, O3) **w «t&# (Corundum) ঠিক ঐ সকল পদার্থযোগে উৎপন্ন। সুতরাং অঙ্গারের সহিত হীরকের যেরূপ সম্বন্ধ, কুরুন্দ প্রস্তরের সহিত চুণী ইত্যাদিরও সেইরূপ সম্বন্ধ। চুণী ইত্যাদি প্রস্তর অতি কঠিন ও স্বচ্ছ । চুণীর বর্ণ সচরাচর গাঢ় লোহিত, লোহিত, গোলাপী লোহিত, পীতাভ লোহিত, ঈষল্লোহিত ও নীলাভ লোহিত হইয় থাকে। হীরক ব্যতীত পার্থিব যাবতীয় বস্তু অপেক্ষা চুণী কঠিন, হীরকের কাঠিগু ১• হইলে চুণীর কাঠিন্ত ৯ ও নরম চুণীর কাঠিন্য ৮ হইবে । সুতরাং হীরক ভিন্ন অপর কোন পদার্থ চুণীর মত কঠিন হইবার নহে। এই বিশেষ গুণ থাকাতে নকল চুণী হইতে প্রকৃত চুণী অনায়াসে পৃথক করা যাইতে পারে। ছুইখামি চুনী লইয়া পরম্পর ঘর্ষণ করিলে যেটিতে দাগ পড়িবে তাহ অপকৃঃ ও cर्षारङ लां* *क्लिएद न ८जहेछैौहै छै९झठे शब्रिाऊ हद्देरद । जन्नब्रांज़्द्र ठूनै नब्रभ (Spinel) इहेङ छूनै भोगिक (Ruby) এইরূপেই চেনা যায়। এই (Spinel) প্রস্তরের রাসায়নিক উপকরণ ম্যাগনিসিয়াম (Magnasium), আলুমিনিয়াম (Aluminium) to wrotta (Oxygen), (Md. o. Al 2, o3), te ga s Spinel crfsts afwe একরূপ, কিন্তু খাটি চুণীর গুরুত্ব, ঔজ্জ্বল্য ও আলোকবিকীর্ণ শক্তি অধিক । উহাদের রাসায়নিক উপাদানের উল্লিখিত রূপভেদ আছে। আরও spine প্রস্তরের দান চুণীর