পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমানরাজ্য । (t ক্রসিঙ্গেল”ঐ স্থান আমার রাজ্যভূক্ত নহে, অতএব আমি তজ্জন্য দায়ী সহি । বসরাধ্যক্ষ এই কথায় পরিতুষ্ট ন! হইয়া, হিজরী ৯২ অব্দে, কাশীম নামে বিংশতিবৎসরবয়স্ক উহার এক ভ্রায়ুপুত্রকে `} সৈন্য সমণ্ডিব্যাহীরে ঐ রাজার

  • **j সঙ্গে যুদ্ধার্থ প্রেরণ করলেন। মুসল

.* ইভ্যাস লেখকেরা কম্বেন ধারা বা ধীর ঐ সময়ে ఫ్ఫిన్ట్స్ ছিলেন, মুলতান অবধি তাবৎ সিন্ধু দেশ উাহার অধিকার ছিল, এবং বাকরের নিকট আলব মামক স্থানে তাহার রাজধানী ছিল ! আরবদিগের এই রীতি ছিল, কোম নগর অ’ ক্ৰমণে উদ্যত হইলে ভাহীর নগরস্থ লোকদিগক্ষে বলি সু{ পাঠাইতেন তোমরা মুসলমানধৰ্ম্ম গ্রহণ কর, নতুবা কর দান কর । ইহাতে সম্মত না হইলে যুদ্ধ হইত। যুদ্ধের পর ভtহারা যোদ্ধা ও যুদ্ধপারগ ভাবৎলোককে বিনাশ করিয়া স্ত্রী বালক সকলকে রণবন্দী করিয়া বিক্রয় কখ্রিস্ত । কাশীম ঢ়েলি জয় করিয়া, ব্রাহ্মণদিগকে স্বকচ্ছেদ করিয়া মুসলমান হইতে বলিলেন । ব্রহ্মণের ভহি। স্থাপর্বকরিলেন না। তাহাতে তিনি ১৭ বৎসরের উৰ্দ্ধ তাবৎ মনুষ্যকে খড়ামুখে অৰ্পণ করিয়া অবশিষ্ট বালক ও স্ত্রীলোকদিগকে বন্দী করিলেন । ১ৎপংর তিনি সেহান ও সালীম নামক দুই দুর্গ জয় করিলেন ।