পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ ভারতবর্ষের ইতিহাস অনন্তর রাজধানী আক্রমণ করিতে যাইবেন ত্রমল-য়ময় ধীরের জ্যেষ্ঠ পুত্র অনেক সৈন্য লইয়। উtহার সঙ্গে যুদ্ধ করিতে প্রস্তুত্ব হইলেন । কাশীমের সৈন্য অধিক ছিল না, অতএব তিনি স্বদেশ হইতে সৈন্য আসিবীর অtশ্বাসে তখন অগ্রসর হইলেন ন! { ് দুই সহস্ৰ সেন সমগভ হইলে তিনি তথায় যাত্র করিলেন, কিন্তু যাইয়। দেখিলেন সিন্ধুরীজ ماده هي সৈন্য লইয়। স্বয়ং যুদ্ধার্থ প্রস্তুভ হইয়াছে কাশীম ইহ দেখিয়া হঠাৎ সংগ্রামে প্রর","র্ম হইয়। একটা উচ্চ স্তন আশ্রয় করিয়৷ থাকিলেন । সিন্ধুরাজ উহাকে ঐ স্থানেই অক্ৰমণ করিলেন, কিন্তু তিনি যে হস্তিপুষ্ঠে তারোহণ করিয়া যুদ্ধ করিতেছিলেন, হঠাৎ সেই হস্তী উন্মত্ত্ব ভাবে নদীনীর গিয়া পড়িল । ভখন উঁtহার উপর অনবরক্ত শরৱষ্টি হইতে লাগিল । রাজ শয়tষাভে গণ্ড বিক্ষপ্ত হইয়া হস্তী পরিভাগ পূৰ্ব্বক আশ্বারোহণে যুদ্ধ করিতে লাগিলেন, কিন্তু অবশেষে হস্ত হইলেন । ~, সিন্ধুরাঞ্জ রণশায়ী হইলে উহার সেনাগণ পলায়ন করিল, এবং রাজপুত্র যুদ্ধে অক্ষম হইয়। ব্রাহ্মণবাড় প্রস্থান করিলেন । এই সময়ে রাজরাণীই বংশের নাম রক্ষা করলেন। তিনি পলায়নে মুখ সৈন্যগণকে একত্র করিয়া নগর রক্ষা করিতে লাগিলেন । কাশীম