পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমানরাজ্য । কোন প্রকারে নগর প্রবেশ করিতে পারিলেন না । কিন্তু যখন হিন্দুসেনাদিগের আহার দ্রব্য শেষ হইল তখন তাহাদের অীর উপায় রহিল না । রাণী কি করেন নিরুপায় হইয় অপমান ও ধৰ্ম্মনাশের ভয়ে, অনলকুণ্ডে প্রাণত্যাগ করিলেন । ইহ! দেখিয়। নরগস্থ ভাবৎ নারী আপনাদের সস্তানাদি লইয়। সেই প্রকার |ੱਖਾਂ প্রাণপণ করিল । অনন্তর পুরুষের মৃত্যুসজ্জা কষ্টি খজহস্তে শক্রঞ্চ টক প্রবেশ করিয়৷ অসম সাহস পূৰ্ব্বকৰ্ম্মৰস্করিম্ভে করতে সকলে মরিল, এক প্রাণীও tিfচল ন । দুর্গপ্লক্ষ ক সেনাগণ সেরূপ না করিয়া তুর্থ রক্ষায় নিযুক্ত থাকিল, কিন্তু ভাহাড়ে তাহদের সদৃগতিও হইল না, কেনন:দুগ্ধজয়ের পর আরবেরা তাহদিগকে খড়মুখে অৰ্পণ এবং তাঁহাদের স্ত্রীপুত্রাদিকে চির বনী করিয়া লইয়; গেল : এই ব্যাপারের পর মুলতান প্রভৃতি আবৎ সিন্ধুরাজ্য জারবাধীনJ হইল। হিন্থগ্রন্থকারের লেখেন ঐ সময়ে সুস্তেবর্ষে মহা হুলস্থূল পড়িয়াছিল, যাছতট সিন্ধপুর্ণর অরণ্যে পলায়ন করিলেন, আজমীরের ংশীয় মহাবীর মাণিক্য রাও পরাজিত ও হস্ত, এবং সৌরাষ্ট্র দেশীয় রাজার রাজ্যভ্রষ্ট হইলেন। এই শক্রকে হিন্মগ্রন্থকারের কেহ তস্কর; কেহ মায়ী, কেহ ম্লেচ্ছ বলিয়া বর্ণন করিয়াছেন ।