পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭২ ভারতবর্ষের ইতিহাস ।

  • } অনুরাগ করিতেন । তিনি হিজরী ఫ్రో কং ৪৪৯•- অব্দে, পরলোক গমন করেন ।

ৰিলোলী লোদী জীবিতবানু থাকিতে, জ্যেষ্ঠ ੇ সিকন্দরকে রাজসিংহাসন দিয়া, অপর পুত্রদিগকে অন্যান্য রাজ্য বিভাগ করিয়া দিয়tছলেন । কিন্তু এ কৰ্ম্ম যুক্তিসিদ্ধ হয় নাই, যে হেতু তাহাতে বিবাদের স্বত্রপতি হইল । সিকদর লোদী । বিলোলী লোদীর মৃত্যুর পর রাজ্যের প্রধানের সিঞ্চন্দরের রাজ্যভিষেকে প্রতিবন্ধক হইয়া কহিলেন, উপহার গৰ্ত্তধারিণী স্বর্ণকারের কন্যা, অতএব তিনি রাজা হইতে পরিবেন না । উtহার সহোদরেরাও রাজ্যের আশাভে অস্ত্রধারী হইলেন । কিন্তু সিকন্দর ভাহাদিগকে পরাস্ত করিয়! আপনি সিংহাসন-আরোহণ করিলেন, এবং উহার পিতা ডাহার জাস্থগণকে যে যে রাজ্য দিয়া গিয়াছিলেন তাহাও লইয়া আপন রাজ্যভূক্ত করিতে লাগিলেন । বার্বেক জোয়ানপুরের রাজী হইয়াছিলেন, তিনি সহজে ঐ রাজ্য দিলেন না,. তাহান্ডে সিকন্দর উjহার সহিত যুদ্ধ করিয়া ঐ রাজ্য লইলেন, কিন্তু জাহার পর স্বইচ্ছাতে ঐ রাজ্য উাহীকে অর্পণ করিলেন। তাহার কারণ-জোয়ানপুরের",