পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিকন্দর লোদী। ১ ৭৩ -গ্নস্থ হোসেন ধী রাজ্যচ্যুত হইয়। বেহার অবধি অনেক স্থান অধিকার করিয়াছিলেন । এবং জোয়ানপুর হাইবারও চেষ্টায় ছিলেন । অতএব ঐ রাজ্য ভ্রাতাকে দিয়া ঐ দেশ রক্ষার দায় হইতে এক প্রকার মুক্ত হইলেন । কিন্তু হোসেন ঐ ইহাতেও ক্ষান্ত না হইয়া সিকন্দরের সহিত যুদ্ধে প্ৰৱৰ্ত্ত হইলেন । সিকদর উtহাঁকে পরাস্ত করিয়া, অবশেষে বঙ্গ দেশের উত্তর সীমা পর্য্যস্ত পুনরধিকার করিলেন । তদবধি হোসেন র্য। জোয়ামপুর রাজ্য পুনঃপ্রাপ্তির আর কোন চেষ্টা না করিয়া বঙ্গ দেশে যাইয়া নরলীলা সম্বরণ করিলেন । সিকন্দর তাহার পরেও নিয়ত সংগ্রামে প্রবৃত্ত ছিলেন, কিন্তু রাজ্যের সীমা অধিক বৃদ্ধি করিতে পারেন নঃই । সিকন্দর জ্ঞানবান ও শান্তস্বভাব ছিলেন, কিন্তু হিন্দুধর্মে উাহার অত্যন্ত দ্বেষ ছিল । তিনি যে সকল হিন্দুরাজ্য জয় করিয়াছিলেন তাহাড়ে দেবালয়াদি কিছুই রাখিতে দেম নাই, সকল ভগ্ন করিয়৷ মসজিদ নিৰ্ম্মাণ করিয়াছিলেন, এবং হিম্মুদিগের যোগস্থান ও স্ট্রীর্থযাত্রা একেবারে বtয়ণ করিয়া দিয়াছিলেন । মধুরীতে যে সকল তীর্থবাসীরা থাকিস্ত ভাঁহাদের নাপিত পৰ্য্যন্তু নিষেধ করিয়াছিলেন । এই সকল অস্ত্যাচায় দেখিয়া কোন বিজ্ঞ মুসলমান উহার সহিত বাদানুবাদ