পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছের। 8ఫి SAMMMSeeSeS SMMAMAMMAMSAASAASAASAASAAAS বাবুরা কোন কাজেই মেশেন না, সুতরাং তাদের কথাই নাই ! ওয়েল্স্-হুজুকের অনেক অংশে শেষ হলো, দশ লক্ষ লোকে সই করে এক দরখাস্ত কাষ্ঠ সাহেবের কাছে প্রদান কল্লেন; সেই অবধি ওয়েল্সও ব্রেক হলেন।” কিরূপে এই সভা দ্বারা ওয়েল্স “ব্রেক হলেন,” তাহ হয় ত অনেকেই জ্ঞাত নহেন। এই সভা তদানীন্তন সেক্রেটারী অব স্টেট স্তার চার্লস উডের নিকট ওয়েলসের এই অন্যায় আচরণের প্রতিবাদ করিয়া একখানি পত্র প্রেরণ করেন। স্তার চার্লস উড উহার প্রত্যুত্তরে এই আশা প্রকাশ করেন—“that those who hold the Judicial office may be sensible of how great importance it is that their denunciations of crime may not be interpreted into hasty imputations against a whole people or community." সুখের বিষয় যে, স্যার মর্ডণ্ট লসন ওয়েল্স পরে এত লোকরঞ্জক হইয়াছিলেন যে, দুই বৎসর পরে তাহার বঙ্গদেশ হইতে বিদায়গ্রহণকালে দেশবাসিগণ র্তাহাকে ব্যথিতচিত্তে বিদায়-অভিনন্দনপত্র প্রদান করিয়াছিলেন। যে সকল দেশনায়ক স্তার মর্ডণ্টের নিকট উপস্থিত হইয়৷ এই বিদায়পত্র প্রদান করেন, তাহাদের মধ্যে আমরা “the most intelligent, public-spirited and generously inspired amongst the young millionaires of Calcutta,"*—কালীপ্রসন্ন সিংহকে দেখিতে পাই । মহত্ত্ব ও উদারতা।

  • “The Bengallee,” 1863.

[8]