পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& e. মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । എസഹ~ക്കു~സWikitanvirBot (আলাপ) ১৬:৩৯, ২৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)സWikitanvirBot (আলাপ) ১৬:৩৯, ২৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি) ~~ কালীপ্রসন্ন জাতীয়তার পুরোহিত ছিলেন, কিন্তু ইংরাজ-বিদ্বেষী ছিলেন না, এবং বিদেশীকেও সৎকার্য্যের জন্য শ্রদ্ধা করিতে কুষ্ঠিত ছিলেন না, ইহাই তাহার প্রকৃষ্ট প্রমাণ। যে স্তার মর্ডণ্টকে তিনি একসময়ে প্রকাশুভাবে তিরস্কার করিয়াছিলেন, উত্তরকালে স্বভাবপরিবর্তনের নিমিত্ত র্তাহার প্রতি এই সম্মান-প্রদর্শন কালীপ্রসন্নের উদারতা ও মহত্ত্বের বিশিষ্ট পরিচায়ক । কালীপ্রসন্ন যে যথার্থ ভারত-হিতৈর্যিগণকে জাতিবর্ণনির্বিশেযে শ্রদ্ধা করিতেন, তাহার আরও অনেক প্রমাণ পাওয়া যায়। সিপাহীযুদ্ধের অবসানে যে মহাত্মা করুণার উৎস উন্মুক্ত করিয়া ইংরাজগণের বিদ্বেয ও দেশবাসীর শ্রদ্ধা আকর্ষণ করিয়াছিলেন, সেই চিরস্মরণীয় রাজপ্রতিনিধি লর্ড ক্যানিং বাহাদুরের ভারতত্যাগকালে কালীপ্রসন্ন হাস্যান্য দেশনায়কগণের সহিত র্তাহাকে বিদায়-অভিনন্দন প্রদান করিয়াই ক্ষান্ত হন নাই, র্তাহার স্মৃতিরক্ষা-সমিতির একজন প্রধান উদ্যোগী হইয়াছিলেন, এবং স্মৃতিরক্ষাকল্পে এক সহস্র মুদ্র প্রদান করিয়াছিলেন। “নীলকর-বিষধর-দংশন-কাতর প্রজা-নিকর” র্যাহার করুণায় বিপন্মুক্ত হইয়াছিল, বাঙ্গালার সেই সৰ্ব্বজনপ্রিয় শাসনকর্তা স্তার জন পিটার গ্রান্টকে বিদায়-অভিনন্দন-পত্র প্রদান করিয়া দেশবাসীর কৃতজ্ঞতা জ্ঞাপন করিতে যে সকল দেশনায়ক সমবেত হইয়াছিলেন, তাহাদের মধ্যেও আমরা গুণগ্রাহী কালীপ্রসন্নকে দেখিতে পাই ।