পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৯৭
মুর্শিদাবাদ-কাহিনী
১৯৭

भशब्राछ नन्मकूभाब्र సినa কনিষ্ঠ পুত্র চণ্ডীচরণের প্রথমা পত্নীর গর্ভে পদ্মনাভের জন্ম হয়। এই পদ্মনাভই মহারাজ নন্দকুমারের পিতা । ভদ্রপুরেই মহারাজ নন্দকুমারের জন্ম হয়। র্তাহার লেখকের ততদূর করিয়াছেন কিনা সন্দেহ। তাহার লিখিত নবকৃষ্ণ সম্বন্ধে তাহারই উক্তি প্রযোজ্য হইতে পারে। নবকৃষ্ণসম্বন্ধীয় সমস্ত ঘটনার উল্লেখ করা আমাদের উদ্দেশ্য নহে । তবে নন্দকুমারের সহিত যে যে স্থানে নবকৃষ্ণের সম্বন্ধ আছে, সেই সেই স্থানে ঘোষসাহেব কিরূপে নবকৃষ্ণকে সমর্থন করিয়াছেন, তাহ আমরা উল্লেখ করিয়া দেখাইব যে, তাহারই উক্তি তাহারও প্রতি প্রযোজ্য হইতে পারে কিনা ? ঐ সমস্ত ভণিতার পর শ্ৰীযুক্ত ঘোষসাহেব বলিতেছেন যে, কতকগুলি আধুনিক বঙ্গীয় লেখক নন্দকুমারকে একটি মহাপুরুষ করিয়া তুলিয়াছেন, এবং তাহার প্রতিপন্ন করিয়াছেন যে, হেস্টিংস চক্ৰান্ত করিয়া ইম্পে সাহেবের দ্বারা নন্দকুমারকে বৈচারিক হত্যার বলিস্থানীয় করিয়াছিলেন। তাহার লিখন-ভঙ্গী দেখিয়া বোধ হয়, যেন এই তত্ত্বটি আধুনিক বঙ্গীয় লেখকগণের মস্তিষ্কপ্রসূত। কারণ এই তত্ত্ব সম্বন্ধে প্রসিদ্ধ ইংরেজ লেখকগণের কথা পর্যন্ত বলিতে তিনি বিস্মৃত হইয়াছেন। নন্দকুমার hero বা মহাপুরুষ, ইহা বাঙ্গালী লেখকগণের কম্পিত কথা নহে; তাহ বার্ক প্রভৃতি মনীষিগণ পূর্বে প্রকাশ করিয়া গিয়াছেন। আমরা পূর্বেই বার্কের উক্তি উদ্ধত করিয়াছি, আবার উল্লেখ করিয়া দেখাইতেছি যে, ইহা বাঙ্গালী লেখকগণের মস্তিষ্কপ্রসূত উন্তি নহে ; সহৃদয় ইংরেজের আস্তরিক বাণী । বার্ক বলিতেছেন, “The character here given of him is that of an excellent patriot.” (qat AFá ŠKI3 ‘Great Rajah Nundcomar বলিয়া অভিহিত করিয়াছেন। বেভারিজসাহেবেরও ঐরূপ মত। বাঙ্গালী লেখকগণের অপরাধ যে, তাহারা এই সকল সহৃদয় ইংরেজের বাণীর প্রতি শ্রদ্ধাবান হইয়াছেন। কেবল তাহাই নহে, বঙ্গদেশে নন্দকুমার সম্বন্ধে যে-বিশ্বাস আছে, বাঙ্গালী লেখকগণ তাহাই প্রতিপাদন করিয়াছেন। মহারাষ্ট্ৰীয় খাতের মধ্যে অবস্থিতি করিয়া, ঘোষসাহেব সাধারণ বঙ্গবাসীর হৃদয়ের কথা জানিবার অবকাশ পাইয়াছেন বলিয়া বোধ হয় না । তাহার পর হেস্টিংস যে ইম্পেসাহেবের সাহায্যে নন্দকুমারের হত্যা সম্পাদন করিয়াছিলেন, ইহাও কি আধুনিক বাঙ্গালী লেখকগণের মস্তিষ্কপ্রসৃত ? আর কেহ কি এ বিষয়ে কোন কথাই পূর্বে প্রকাশ করেন নাই ? ঘোষসাহেব কি সে সমস্ত কথা অবগত নহেন ? এক্ষণে আমরা ঐ সম্বন্ধে প্রসিদ্ধ ইংরেজ লেখকগণের উক্তি উদ্ধৃত করিয়া দেখাইতেছি যে, ইহা কেবল বাঙ্গালী লেখকগণের উক্তি নহে । নন্দকুমারের হত্যার একদিন পরে, কাউন্সিলের অন্যতম সভ্য ফ্রান্সিসসাহেব মান্দ্রাজে সার এডওয়ার্ড হিউজেস সাহেবকে লিখিয়াছিলেন – Francis to Sir Edward Hughes at Madras, August 7, 1775. “The death of Rajah Nundkumar, will probably surprise you. He was found guilty of a forgery committed seven or eight years ago: Condemned, executed on Saturday last. My brother-in-law in virtue of his office was obliged to attend him. Through every part of the ceremony he behaved himself with the utmost dignities and composure, and met his fate with an appearance of resolution, that approached to indifference. Strange judgments, I fancy, will be formed of this event in England. Whether he was guilty or not the crime