পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২২৪
মুর্শিদাবাদ-কাহিনী

এরূপ বিশ্বাস ছিল যে, যতদিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন ততদিন নন্দকুমারকে রাজ্যের সর্বময় কর্তা করিয়া রাখিয়াছিলেন। নবাব তাহার প্রতি সমস্ত ভার দিয়া নিশ্চিন্ত থাকিতেন। নন্দকুমার তাহার স্বত্বাধিকারের জন্য ইংরেজদেগের সহিত ক্রমাগত তর্ক-বিতর্ক করিতে প্রবৃত্ত হন। ইংরেজের নবাবের ক্ষমতা হ্রাস করিয়া তাঁহাকে সাক্ষৗগোপালের ন্যায় রাখিতে চেষ্টা পাইতেন। নন্দকুমারও যাহাতে তাঁহাকে স্বাধীনভাবে রাখিতে পারেন, তজ্জন্য অত্যন্ত চেষ্টা করিতেন। তিনি ইংরেজদিগকে নবাবের সকল বিষয়ে হস্তক্ষেপ করিতে দিতেন না।

 এইরূপে নবাবের শাসনকার্যের উপর হস্তক্ষেপ লইয়া তাহার সহিত ইংরেজদেগের বিবাদ গুরুতর হইয়া উঠিল। তিনি যতই প্রভুর পক্ষ অবলম্বন করিয়া তাহার ক্ষমতাবৃদ্ধির চেষ্টা পান, ইংরেজের ততই বাধা দিতে আরম্ভ করেন। তাঁহারা যাহা ইচ্ছ করিতেন, নন্দকুমার নবাবকে তাহা অস্বীকার করিতে পরামর্শ দিতেন। প্রায় দুই বৎসরকাল উভয়পক্ষের এইরূপ তর্ক-বিতর্ক চলিতে চলিতে, নবাব মীরজাফর খা ঁ১৭৬৫ খ্রীঃ অব্দে মানবলীলা সংবরণ করিলেন। নবাব মীরজাফর খা ঁনন্দকুমারের প্রতি এরূপ সন্তুষ্ট ছিলেন যে, তাহার অনুরোধে অন্তিমকালে কিরীটেশ্বরীর চরণামৃত পান করিয়া চক্ষু মুদ্রিত করেন এবং তাহাই তাহার শেষ জলপান।২৩ নন্দকুমার যাঁহার জন্য প্রাণপণ চেষ্টা করিয়া ইংরেজদেগের শরু হইয়াছিলেন, তাঁহার প্রাণত্যাগের পর তিনি অত্যন্ত ভগ্নোৎসাহ হইয় পড়েন। ইংরেজের সুযোগ পাইয়া, তাহাকে দমন করিবার জন্য বিশেষরূপে যত্নবান হইলেন। মীরজাফরের প্রতি অনুরাগ ও স্বদেশের স্বত্বাধিকারের জন্য চেষ্টা করায়, ইংরেজেরা যে তাঁহার ঘোরতর শত্রু হইয়া উঠেন, ইহা স্বয়ং হেস্টিংস ও বার্কের ন্যায় মহানুভব ইংরেজেরাও স্বীকার করিয়াছেন। মীরজাফরের মৃত্যুর পর তাহার পুত্র নজমউদ্দৌলা বাঙ্গলা, বিহার, উড়িষ্যর মসনদে বসিলেন। নন্দকুমার তাহদের বংশের হিতৈষী হওয়ায়, তিনি তাহাকে দেওয়ান রাখিবার জন্য কলিকাতা কাউন্সিলের নিকট অত্যন্ত অনুরোধ করিয়াছিলেন। কাউন্সিলের সভেরা তাহদের পরম শত্রু নন্দকুমারকে দেওয়ানী দিতে কিছুতেই স্বীকৃত হইলেন না। ইহার পূর্বে ভান্সিটার্টসাহেব বিলাত যাত্রা করিয়াছিলেন। ভান্সিটার্ট বিলাতে গেলে, ক্লাইব পুনর্বার বাঙ্গলার গবর্নর হইয়া আসিলেন।

 বিলাত যাওয়ার পূর্বে ভান্সিটার্ট নন্দকুমারের বিরুদ্ধে এক কৌশল করিয়াছিলেন। তজন্য নন্দকুমারের হিতৈষী ও প্রতিপালক লর্ড ক্লাইবও তাহার উপর অসন্তুষ্ট হন। ভান্সিটার্ট যে-সকল কাগজে নন্দকুমারের দোষের কথা লিপিবদ্ধ করেন, সেগুলি পুস্তকাকারে বাধাইয়া স্বীয় ভ্রাতা জর্জ ভান্সিটার্টকে দিয়া যায় এবং কাউন্সিলে পাঠ করিতে অনুরোধ করেন। ক্লাইব উপস্থিত হইলে, ভান্সিটার্ট সেই পুস্তক কাউন্সিলে

 ২৩ Seir Mutaqherin Trans., Vol. II, p. 342.