পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২২৫
মুর্শিদাবাদ-কাহিনী
২২৫

মহারাজ নন্দকুমার २२6 পাঠ করিয়াছিলেন।২১ তদবধি ক্লাইব নন্দকুমারের উপর এতই বিরক্ত হইয়াছিলেন যে, তাহার কোন উপদেশই শুনিতেন না। তিনি নন্দকুমারকে দেওয়ানী দেওয়া দূরে থাকুক, তাহাকে কলিকাতা হইতে নির্বাসিত করিবার জন্য চেষ্টা করিতে লাগিলেন। ক্লাইব মহম্মদ রেজা খাকেই নায়েব সুবার পদ প্রদান করিয়া জগৎশেঠ ও দুর্লভরামকে তাহার সাহায্যের জন্য নিযুক্ত করিলেন । ভান্সিটার্টের লিখিত বিবরণে বিশ্বাস করিয়া ক্লাইব মনে করিয়াছিলেন যে, পাছে আবার নন্দকুমার বাদশাহ ও ফরাসীদের সহিত মন্ত্রণা করেন, তজ্জন্য তিনি র্তাহাকে কলিকাতা হইতে স্থানান্তরিত করিয়া চট্টগ্রামে পাঠাইতে ইচ্ছা করিয়াছিলেন । এই সংবাদ শ্রবণে নন্দকুমারের পরিবারের মধ্যে এক বিষাদ-কোলাহল উপস্থিত হয় ; নন্দকুমারও ভীত হইয়া পড়েন । - সৌভাগ্যক্রমে একটিমাত্র কারণে তিনি সে যাত্রা নিষ্কৃতি লাভ করিতে সমর্থ হন । রাজা নবকৃষ্ণ কাউন্সিলের সভ্যদিগকে বলিয়াছিলেন যে, নন্দকুমারের ন্যায় ষড়যন্ত্রকারী লোককে চট্টগ্রামের ন্যায় দূর দেশে পাঠাইলে, ভবিষ্যতে নানারূপ গোলযোগ ঘটিতে পারে । অতএব তাহাকে প্রহরিবেষ্টিত করিয়া কলিকাতাতে রাখাই আবশ্যক । নবকৃষ্ণের সেই পরামর্শানুসারে ক্লাইব প্রভৃতি র্তাহাকে চট্টগ্রামে না পাঠাইয়া কলিকাতায় প্রহরিবেষ্টিত করিয়া রাখেন । ইহাতে র্তাহার প্রতি নবকৃষ্ণের কিরূপ ভাব ছিল, তাহা সকলেই সুস্পষ্টরূপে বুঝিতে পারিতেছেন। তাহার পর §s Seir Mutaqherin Trans., Vol. II, p. 376-77. ২২ শ্ৰীযুক্ত এনৃ. এনৃ. ঘোষসাহেব মহোদয় নবকৃষ্ণের এই ব্যবহারকে সমর্থন করিতে চেষ্টা করিয়াছেন ; আমরা প্রথমে কাউন্সিলের মন্তব্য উদ্ধৃত করিয়া, পরে ঘোষসাহেবের মন্তব্য উদ্ধৃত করিতেছি, এবং সে সম্বন্ধে আমাদেরও যাহা বক্তব্য তাহাও প্রকাশ করিব – “But our well-known friend Nubkissen Moonshe, has lately given us a very sound advice. He says that an intriguing man Nuncomar should not be sent to Chittagong, at a considerable distance from Calcutta, on the contrary he should be detained at Calcutta under strict surveillance. It is therefore ordained that Nuncomar be detained at Calcutta under surveillance as a state-prisoner.” (Proceedings of Select Committee, 19th July, 1765.) উপরি-উক্ত মন্তব্য পাঠ করিলে নন্দকুমারের প্রতি নবকৃষ্ণের কিরূপ ভাব ছিল, তাহ সুস্পষ্টরূপেই প্রতীয়মান হয়। কিন্তু ঘোষসাহেব তাহার নায়ককে কিরূপভাবে সমর্থন করিয়াছেন, তাহাও একবার সাধারণে বিবেচনা করিয়া দেখিবেন । আমরা ঘোষসাহেবের মন্তব্য উদ্ধৃত করিতেছি । “This does not by any means show Nubkissen's enmity to Nuncomar. When a boy is convicted of an offence, and his parent pleads that the young fellow would be demoralised by the company ఏర y