পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৩৬
মুর্শিদাবাদ-কাহিনী

পঞ্চম দফায় ১ লক্ষ, ৬ষ্ঠ দফায় ১llo লক্ষ টাকা, মোট ৩৫৪১০৫ টাকা কোন কোন তারিখে কিভাবে দেওয়া হয়, সমস্তই উল্লিখিত হয়।৩১

 নন্দকুমারের পত্র কাউন্সিলে পঠিত হইলে হেস্টিংসসাহেব ফ্লান্সিসকে বলেন যে, আমি কৌতুহলবশতঃ জিজ্ঞাসা করিতেছি, আপনি নন্দকুমারের এই অভিযোগের কথা পূর্বে জানিতেন কি না?

 ফ্রান্সিস উত্তর দেন যে, আমি ব্যক্তিবিশেষের কৌতুহলনিবারণের জন্য উত্তর দিতে বাধ্য নহি। তবে গবর্নরকে বলিতে পারি, আমি তাহার বিষয় বাস্তবিক কিছুই জানিতাম না। সে দিবস অন্যান্য কার্যের পর সভা ভঙ্গ হয়। কিন্তু সেই দিন হইতে হেস্টিংস নন্দকুমারের অনিষ্টসাধনে কৃতসঙ্কল্প হইলেন।

 ১৩ই মার্চ পুনর্বার কাউন্সিলের অধিবেশন হয়। নন্দকুমার সে দিবসও পুনর্বার আর এক পত্র লেখেন। তাহাতে তিনি পূর্ব অভিযোগের কোন বিষয়ের পরিবর্তন করিতে ইচ্ছুক নহেন বলিয়া উল্লেখ করেন এবং স্বয়ং উপস্থিত হইয়া সমস্ত প্রমাণ করিতে স্বীকৃত হন। তিনি এইরূপ লেখেন যে, তিনি পূর্ব গবর্নরদিগকে স্বার্থশূন্য হইয়া কোম্পানীর রাজস্ববৃদ্ধি ও দেশের শ্রীবৃদ্ধির জন্য অনুরোধ করিয়াছিলেন। হেস্টিংস প্রথমে তাহাই করেন, কিন্তু অবশেষে আর সেকথা গ্রাহ্য করতেন না। যাহাতে তাঁহার পত্রদ্বয়ের বিষয় আলোচনা করিয়া কোম্পানীর ও প্রজাবর্গের সুখবৃদ্ধি হয়, তাহারই জন্য তিনি প্রধানতঃ অনুরোধ করিয়াছিলেন।

 নন্দকুমারকে সভাস্থলে উপস্থিত হইবার জন্য মন্সনসাহেব প্রস্তাব করিলে, গবর্নর ও বারওয়েল অত্যন্ত তর্ক-বিতর্ক উপস্থিত করেন। তাঁহারা এইরূপ বলেন যে, কাউন্সিলের সভ্যত্রয় নন্দকুমারের নাম দিয়া নিজেরাই সমস্ত কার্য করিয়াছেন; নন্দকুমারের উপস্থিতি গবর্নর প্রাণান্তেও সহ্য করিতে পারিবেন না। যখন সভ্যেরা তাঁহাদের কথায় কর্ণপাত না করিয়া, নন্দকুমারকে আহবান করিবার জন্য বোর্ডের সেক্রেটারীকে আদেশ দিলেন, তখন হেস্টিংসসাহেব সভাভঙ্গের প্রস্তাব করিয়া ক্রোধভরে সভাগৃহ পরিত্যাগ করলেন এবং তাহার পশ্চাৎ পশ্চাৎ বারওয়েলও প্রস্থান করিলেন। অপর সভ্যত্রয় হেস্টিংসসাহেবের প্রস্তাব গ্রাহ্য না করিয়া, সভার কার্য করিতে লাগিলেন। নন্দকুমার উপস্থিত হইলে, তাহারা নন্দকুমারকৃত অভিযোগের প্রমাণাদি চাহেন। নন্দকুমার কতকগুলি দলিল উপস্থিত করেন; তাহাদের মধ্যে দুই একখানির মূল দলিল চাহিলে, তাহাও প্রদত্ত হয়। এই দলিলের সহিত কৃষ্ণকান্ত নন্দীর কোন সম্বন্ধ থাকায়, কাউন্সিল হইতে তাঁহাকে আহবান করা হয়। কিন্তু তিনি লিখিয়া পাঠান যে, আমি এক্ষণে গবর্নরসাহেবের নিকট থাকায় এবং তিনি আমাকে যাইতে নিষেধ করায়, আমি যাইতে পারিলাম না। ইহাতে তাঁহারা কান্তবাবুর প্রতি বিরক্ত হইয়াছিলেন। সে দিবস অন্যান্য কার্যের পর সভা ভঙ্গ হয়।


 ৩১. Minutes of Evidence on W. H.’s Trial, pp. 1000-1003.