পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৫৭
মুর্শিদাবাদ-কাহিনী
২৫৭

হারাজ নন্দকুমার Հ6:Գ করি না । কারণ আমাদের প্রবন্ধ অত্যন্ত দীর্ঘ হইয়া উঠিয়াছে । অতঃপর র্তাহার সামাজিক চরিত্রসম্বন্ধে দুই চারিটি কথা বলিয়া আমরা প্রবন্ধের উপসংহার করিতেছি । আমরা বরাবরই বলিয়া আসিতেছি যে, মহারাজ একজন নিষ্ঠাবানু হিন্দু ছিলেন এবং প্রকৃত ব্রাহ্মণের ন্যায় তিনি আপনার ধর্মকার্য প্রতিপালন করিতে চেষ্টা পাইতেন। তিনি একজন পরমবৈষ্ণব ছিলেন ; কিন্তু সাম্প্রদায়িক বৈষ্ণবগণের ন্যায় অনুদার ছিলেন না । সকল দেবতা ও সকল সম্প্রদায়কে তিনি আন্তরিক শ্রদ্ধা করিতেন । বৈষ্ণব হইয়া গুহাকালী, গৌরীশঙ্কর প্রভৃতি প্রতিমার স্থাপন, তাহার উদার ধর্মের নিদর্শন। মালিহাটির সুপ্রসিদ্ধ রাধামোহন ঠাকুরের নিকট তিনি দীক্ষিত হন । রাধামোহন অত্যন্ত তেজস্বী পণ্ডিত ছিলেন । নন্দকুমার তাহার প্রতি অভিমান প্রকাশ করায়, তিনি অনেকদিন পর্যন্ত নন্দকুমারকে সাক্ষাৎ প্রদান করেন নাই । রাধামোহন নন্দকুমারকে বরাবরই স্নেহদৃষ্টিতে অবলোকন করিতেন ; সেইজন্য তিনি তাহদের পূর্বপুরুষ শ্ৰীনিবাসাচার্য-কর্তৃক পূজিত সপার্ষদ মহাপ্ৰভু চৈতন্যদেবের একখানি সুন্দর চিত্র নন্দকুমারকে প্রদান করিয়াছিলেন। অদ্যপি সেই চিত্র নন্দকুমারের দৌহিত্রবংশীয় কুঞ্জঘাট রাজবংশীয়গণের নিকট বর্তমান আছে । তাহারা প্রত্যহ তাহার পূজা করিয়া থাকেন। " বঙ্গের যাবতীয় ব্রাহ্মণপণ্ডিতগণ র্তাহার নিকট হইতে বহু সাহায্য লাভ করিতেন। নবদ্বীপ প্রভৃতি স্থানের প্রধান পণ্ডিতগণকে তিনি রীতিমত প্রতিপালন করিতেন। বৈষ্ণব ও দরিদ্রের পক্ষেও তিনি মুক্তহস্ত ছিলেন । র্তাহার পূর্বপুরুষগণ সামাজিক মর্যাদায় কিঞ্চিৎ নৃন হওয়ায়, তিনি একবার লক্ষ ব্রাহ্মণকে নিমন্ত্রণ করিয়া, এক মহাসমারোহময় ক্লিয়া করেন । বঙ্গের অনেক স্থান হইতে ব্রাহ্মণগণ সমবেত হইয়া মহারাজের বাসভবন ভদ্রপুরকে পবিত্রীকৃত করিয়াছিলেন । তাহাদিগকে যথেষ্ট সমাদরের সহিত অভ্যর্থনা ও ভোজনাদি করান হয় । কথিত আছে, কৃষ্ণনগরাধিপ রাজা কৃষ্ণচন্দ্র উপস্থিত থাকিয়া সেই ক্লিয়া সম্পন্ন করিয়াছিলেন এবং নাটোরের দেওয়ান দয়ারাম ভাণ্ডারীর কার্যে নিযুক্ত হইয়াছিলেন ।৭৬ Major shaving the shaver” নামে আর একখানি চিত্র প্রকাশিত হইয়াছিল। তাহাতে বার্ক একটি উন্মত্ত লোকের ন্যায় শৃঙ্খলাবদ্ধ ছিলেন। হেস্টিংসের পালিয়ামেন্ট এজেন্ট মেজর স্কট র্তাহার মস্তকমুণ্ডন করিতেছিলেন, হেস্টিংস উপরিভাগে “৫০ লক্ষ পাউণ্ড” লিখিত একটি ছাল স্কন্ধে করিয়া সেন্ট জেম্স প্রাসাদে গমন করিতেছিলেন ও তথায় অভ্যথিত হইতেছিলেন। নিকটে র্যাসিকাষ্ঠে নন্দকুমারের কঙ্কাল রজুবদ্ধ হইয়া প্রলম্বিত ছিল । বার্ক বলিতেছেন – “Ha ! miscreant, plunderer, murderer of Nund-comar, where' wilt thou hide thy head now 7" (Lawson's Warren Hastings). ৪৫ উক্ত চিত্রের প্রতিকৃতি মুর্শিদাবাদের ইতিহাসের প্রথম খণ্ডে প্রদত্ত হইয়াছে। ৪৬ দয়ারাম সম্বন্ধে এইরূপ গ্রামকবিতা প্রচলিত আছে, — সে হবে ভাণ্ডারকাম ।” ՏԳ