পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৫৬
মুর্শিদাবাদ-কাহিনী
২৫৬

૨ઉ૭ মুর্শিদাবাদ-কাহিনী শোকপ্রকাশ ব্যতীত আর কিছুই নহে। বাঙ্গালী কঁদিয়াই আকুল হয় ; কিন্তু রোদনের কারণ দূর করিতে কোন কালে তাহাদিগকে তৎপর দেখিতে পাওয়া যায় না । মহারাজের হত্যাকাও লইয়া পরে ইংলণ্ডেও গুরুতর আন্দোলন উপস্থিত হইয়াছিল এবং হেস্টিংস ও ইম্পের জন্য বিচারও ঘটিয়াছিল। ৪৪ আমরা মহারাজ নন্দকুমারের রাজনৈতিক চরিত্রসম্বন্ধে আর অধিক বলিতে ইচ্ছা ন্যায় বিচক্ষণ ব্যক্তি কিরূপে যুক্তিযুক্ত বলিয়া উল্লেখ করিলেন, বুঝিতে পারলাম না। অথবা জীবনীলেখক হইলে সমস্তই সম্ভবপর হইতে পারে। ফলতঃ নবকৃষ্ণ প্রভৃতি এরূপ বিচারকে ন্যাসঙ্গত বলিলেও, অদাপি নিরপেক্ষ ব্যক্তিগণের নিকট তাহ অন্যরূপই প্রতীত হইয়া থাকে, এবং নবকৃষ্ণ ও তংপক্ষের লোকেরাই যে কলিকাতার citizen ছিলেন, আর সকলে mass-এর অন্তভুক্ত, ঘোষসাহেবের এরূপ উক্তিও যে স্পসূিচক, ইহাও সকলে স্বীকার করবেন। মহারাজের মৃত্যুতে দেশমধ্যে যে এক মহান্দোলন উপস্থিত হইযাছিল, আমরা তাহার প্রমাণস্বরূপ একটি গ্রাম্যগীতের উল্লেখ করিতেছি :– “মহারাজ নন্দকুমার রে, তোর রাজপাট জমিদারী করে দিলি রে, নন্দকুমার রায় ছিল বাঙ্গলার অধিকারী । হেস্টিং সাহেব এলো জানু করিবারে বারি ॥ নন্দকুমারের মা কঁাদে ঐ গঙ্গার পানে চেয়ে । আর না আসিবে বাছা যোড়া ডিঙ্গি বেয়ে । খোপেতে কৌতর কাদে ফোঁহারাতে হাস । যোড় বাঙ্গলায় কঁদে সোনার গুলতি বঁাশ ॥ ছোট রানী উঠে বলে বড় রানী গো দিদি । সিতে ছিল কড়া সিদূর বঞ্চিত করিলেন বিধি ॥" এই গীতে দুই রানীর কথা আছে। কিন্তু তাহার রানী ক্ষেমঙ্করী ব্যতীত অন্য রানীর প্রমাণ পাওয়া যায় না । ৪৪ হেস্টিংস নানা বিষয়ে অভিযুক্ত হইয়াছিলেন। তন্মধ্যে নন্দকুমারের হত্যাকাণ্ড অন্যতম। দীর্ঘকাল ব্যাপিয় তাহার বিচার চলিয়াছিল ; তন্মধ্যে ইংলণ্ডে এ বিষয়ের অনেক আলোচনা ও আন্দোলন হইঘাছিল, এবং হেস্টিংস ও ইম্পে প্রভৃতির সম্বন্ধে অনেক রহস্যময় চিত্রাদিও প্রকাশিত হইয়াছিল। ১৭৮৮ খ্রীঃ অব্দের ১৮ই মার্চ একখানি চিত্র প্রকাশিত হইয়াia: ; GigI: Risi fairs &881iää “The struggle of a Bengal Butcher and his Imp-pie.” তাহাতে প্রাচ্যপরিচ্ছদধারী হেস্টিংস দক্ষিণে থলো ও শয়তান-কর্তৃক এবং বামে বার্ক, ফক্স ও শেরিডান প্রভূতি-কর্তৃক আকৃষ্ট হইতেছিলেন, এবং তঁহার সম্মুখে একখানি পাত্রে ক্ষুদ্র ক্ষুদ্র পিশাচ (imps) নাচিতেছিল । বার্ক বলিতেছেন ঃ—“For the sake of injured millions I and my worthy friends and colleagues demand these wretches as victims to public justice.” &# 8s; fon:—“And for the sake of consigned millions I, with the assistance of my old friend and colleagues here, am resolved to protect these worthy gentlemen,” Stobs ofti of 98 &n “Cooling the brain, or the little