পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৩১৮
মুর্শিদাবাদ-কাহিনী

থাকিয়া, সভ্যদিগের সহিত উপবেশন করিয়া, নিজের সমস্ত কার্য সম্পন্ন করিবেন। তিনি সভাপতির নিকট গমন করিয়া, সমস্ত কার্যের আদেশ গ্রহণ করিবেন এবং তাহার কতদূর সম্পন্ন হইল, তাঁহাকে অবগত করাইবেন। সমিতির দেওয়ান যে সমস্ত কার্য করিবেন, রায়রায়ান তাহাতে হস্তক্ষেপ করিতে পারিবেন না; তিনি হস্তক্ষেপ করিলে, অনেক সময়ে বিষম বিশৃঙ্খলা উপস্থিত হইবে। রায়রায়ান-কর্তৃক এক্ষণে প্রাদেশিক দেওয়ানদিগের তত্ত্বাবধানের প্রয়োজন নাই। সমিতি প্রাদেশিকদেওয়ান ও নায়েবদিগের প্রতি আদেশ প্রদান করিবেন। তাহাতে দেওয়ানেরও স্বাক্ষর থাকিবে। কালেক্টরগণ দেওয়ানের নিকট হিসাবপত্র পাঠাইবেন। হাজরী মহাল প্রভৃতির রাজস্বের বিষয় সমিতির আদেশমতে সভাপতি ও দেওয়ান তত্ত্বাবধান করিবেন। এইরূপে দেওয়ানের উপর রাজস্ব-বিষয়ের সমস্ত ভার দিয়া, রায়রায়ানের ক্ষমতা হ্রাস করিয়া, বহুদিনের প্রচলিত একটি পদ প্রায় রহিত করা হইল। প্রকৃত প্রস্তাবে সমিতির দেওয়ানই রাজস্ববিভাগের সর্বেসর্বা হইয়া দাঁড়াইলেন।

 পূর্বে উল্লিখিত হইয়াছে যে, মহম্মদ রেজা খাঁর পদচ্যুতির পর মুর্শিদাবাদ হইতে কলিকাতায় রাজস্ববিভাগ উঠিয়া আসিলে, কিছুদিনের জন্য কাননগো-বিভাগটি উঠাইয়া দেওয়া হয়। কিন্তু যখন রাজস্ববিভাগে গোলযোগ উপস্থিত হয়, তখন কাননগো-বিভাগের পুনঃপ্রবর্তন করিতে হইয়াছিল। লক্ষীনারায়ণ ও মহেন্দ্রনারায়ণ দুইজন প্রধান কাননগোর অধীন গঙ্গাগোবিন্দ সিংহ ও শ্রীনারায়ণ মুস্তফী নায়েবকাননগো নিযুক্ত হইয়াছিলেন। গঙ্গাগোবিন্দ লক্ষীনারায়ণের সহকারী নিযুক্ত হন। নায়েব-কাননগো কাননগোবিভাগের সমস্ত প্রধান প্রধান কার্য করিতেন। মুসলমানরাজত্বকালে নায়েব-কাননগো একটি প্রধান পদরূপে স্থাপিত হয়।১০ প্রধান কাননগোর নিকট রাজস্ববিষয়ের যে সমস্ত ভার ও কাগজপত্র থাকিত, নায়েবকাননগোকে তাহার নিম্নলিখিত কার্যগুলি সম্পন্ন করিতে হইত। সরকার-কর্তৃক যে সমস্ত কর নির্ধারিত হইত, তাহদের সমস্ত রসিদাদি নায়েব-কাননগোর নিকট থাকিত; এমন কি সামান্য ভূমিখণ্ডের রসিদও রাখিতে তিনি বাধ্য হইতেন। সমস্ত জমির সীমাসম্বন্ধীয় কাগজপত্র রাখিবার ভার তাহাদের হস্তে ন্যস্ত ছিল। যদি কোন জমির সীমা লইয়া বিবাদ উপস্থিত হইত, তবে নায়েব-কাননগো কাগজ দেখিয়া কাহার জমি তাহা বলিয়া দিতেন। এতদ্ব্যতীত প্রত্যেক স্থানের সদর কাছারী হইতে সামান্য ইজারদারের রাজস্বের হিসাবপত্রও তাঁহাদিগকে রাখিতে হইত, এবং অন্যান্য অনেক হিসাবপত্রও তাঁহাদের নিকট থাকিত।১১ সুতরাং কাননগোবিভাগের প্রধান প্রধান সমস্ত কার্যই নায়েব-কাননগো দ্বারা নির্বাহ হইত। নায়েব-কাননগোগণ
 ৯ Evidence taken in H's Trial, p. 1181.
 ১০ Evidence taken in H's Trial, p. 1217.
 ১১ Ibid, p. 1217. বঙ্গাধিকারী প্রবন্ধ দেখ।