পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S$8 যশোহর-খুলনার ইতিহাস (৪) বিক্রমাদিত্যের রাজধানী তেরকাটিতে বা ১৬৯নং লাটে ছিল ; উহ এক্ষণে ঘোর অরণ্য মধ্যে অবস্থিত। প্রতাপের নূতন রাজধানী ঈশ্বরীপুরের কাছে ছিল। কেহ বা বলেন, পুরাতন রাজধানী ঈশ্বরীপুরে এবং নুতন রাজধানী তেরকাটিতে ছিল ।* এই মতের পরিপোষক বহু লোক নহেন । তবে তেরকাটিতে যে মনুষ্কবাস ছিল, তাহা অনেকেই বিশ্বাস করেন। - (৫) প্রাচীন রাজধানী মুকুন্দপুর অঞ্চলে এবং নুতন বা ধূমঘাট দুর্গ ঈশ্বরীপুরের সন্নিকটে অবস্থিত। ইহাই আমাদের নিজমত এবং এইমত স্থাপনের জন্ত আমরা নিয়মিতভাবে অপর মতগুলির খণ্ডন করিতে চেষ্টা করিব। (১) বিভারিজ বলেন • প্রথমতঃ চাদ খাঁর নামীয় জায়গীর পাইয় বিক্রমাদিত্য যে রাজধানী স্থাপন করেন, তাহার নাম যশোহর। চাদ খাঁ চক হইতেই পাশ্চাত্যের রাজ্যটির নাম চ্যাণ্ডিকান করিয়াছেন। প্রতাপ পিতার রাজধানী ত্যাগ করিয়া, ধূমঘাটে নূতন রাজধানী করেন। তাহাও চাদ খা জায়গীরের রাজধানী, এজন্ত উহাও চ্যাণ্ডিকান বলিয়া কথিত হয়। ( প্রতাপ কার্ভালো নামক এক পটুগীজ সেনানীর হত্যাসাধন করেন বলিয় প্রবাদ আছে ; আমরা পরে উহার সত্যাসত্য বিচার করিব। আপাততঃ তর্কের জন্ত উহা সত্য বলিয়া ধরিয়া লইলাম ) । দ্বিতীয়তঃ কার্ভালোকে চ্যাণ্ডিকান হইতে যশোরে ডাকিয়া লইয়া প্রতাপ কার্ভালোকে হত্যা করেন ; সে সংবাদ পরদিন রাত্রিতে চ্যাত্তিকানে ( পৃষ্ঠানদিগের নিকট) পৌছে। সুতরাং যশোহর সহর চ্যাণ্ডিকান হইতে দূরে। কিন্তু তাহ কোথায়, বিভারিজ তাহ ঠিক করেন নাই। তবে আমরা এইটুকু পাইলাম যে ঈশ্বরীপুরের সন্নিকটে ধূমঘাট রাজধানী এবং উহাই চ্যাণ্ডিকান । তবে কালে বিক্রম ও প্রতাপের রাজধানী যে পরম্পর মিশিয়া এক হইয়াছিল, তাহ ফক্নার প্রভৃতি বৈদেশিক অনুসন্ধিৎসু লেখকও স্বীকার করিয়া গিয়াছেন। }

  • Beveridge's District of Baharganj, pp. 176–9; J. A. S. B. 1876, pp 71-6. Mr. H. J. Rainey बिडब्रिtस्रब्र कषांङ्ग जांइ ना कब्रिज्ञा शरणचब्र नशैब्र झब्रि*षांफ्रें। नामक cबाशबांब्र गब्रिकरके कडीचब्र नाभङइtcन पूबषाः ब्राजधानौ झिण बजिब्रा कब्रन करछन । calcutta review ( 1877 ) vol. 65 p. 266 frs casita atwstaafse afk, nwse: at:ौनकष्ण शकः रचर्ड हिण। क्लाइब्र-धूणनां★ शडिशन »नष७, v• १ः ।

! “There is certainly much to be said in favour of this (Beveridge's ) theory. and it is reasonable to assume that Bikram's head quarters and fratap's new