পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যশোহর-খুলনার ইতিহাস هوي۹د আর একটি কথা বলা হইলেই, আমাদের এ প্রসঙ্গ শেষ হয়। “ৰহারিস্তান” হইতে জানিতে পারিতেছি, প্রতাপের শেষ পরাজয়ের প্রাক্কালে মোগল সেনাপতি ইনায়েৎ খাঁ এবং মীর্জ সহন যখন প্রতাপের অনলবর্ষা কামানের মুখে অতি কষ্টে যমুনা ইছামতীর সঙ্গমস্থল পার হইয় পূৰ্ব্বদিকে ইছামতীতে প্রবেশ করেন, তখন ইনায়েং কাগরঘাট নামক স্থানে আসিয়া বাম পারে ছাউনি করেন এবং মীর্জা বীরবিক্রমে নদী পার হইয়া পূৰ্ব্বদিক হইতে দুর্গার আক্রমণ করেন । * এই কাগরঘাটই খাগড়াঘাট ; উহা এখনও ইছামতীর পরপারে বর্তমান আছে। খাগড়াঘাট গ্রামের পশ্চিমাৰ্দ্ধ vমাতা যশোরেশ্বরী দেবীর দেবোত্তর সম্পত্তি, এখনও উহার আর মাতার সেবায় বারিত হইতেছে। স্বতরাং খাগড়াঘাটের অবস্থান হইতেও প্রতাপাদিত্যের রাজধানীর স্থান নির্দেশ করা যায়। আশা করি, এই বিস্তৃত আলোচনার পর প্রতাপের রাজধানী সম্বন্ধে আর কাহারও কোন সন্দেহ থাকিবে না । সনগুপ্তদশ পরিচ্ছেদ—প্রতাপের আয়োজন প্রতাপাদিত্যের নূতন রাজধানী কোথায় নিৰ্মিত হইয়াছিল, তাছা আমরা দেখিয়াছি। yযশোরেশ্বরী দেবী যেখানে আবির্ভূত হইয়াছিলেন, সেখানেই আছেন ; সেই ঈশ্বরীপুরের সন্নিকটে প্রতাপের ধূমঘাট দুর্গ ও রাজপ্রাসাদ গঠিত হইল। তখন পুনরায় বসন্ত রায়ের উদ্যোগে মহাসমারোহে সেই নূতন রাজধানীতে প্রতাপাদিত্যের অভিষেক ক্রিয়া সুসম্পন্ন হইল। রাজধানীর কিন্তু নামের পরিবর্তন হইল না ; তাহা পুৰ্ব্ববৎ যশোহর নামেই অভিহিত হইত। রাজ্যাভিষেকের সময়ে এবারও অনেক ভুঞ রাজা যশোহরে আসিলেন ; আত্মবল ও দেশরক্ষার অনেক কল্পনা স্থিরীকৃত হইয়া গেল ।

  • धवांनी, ०७२१, কাল্লিক, ৬ *: Rennel's map No. 1–"Cogregot;" to शत्रज़ा शोधे ।। ७ड़े इन फॉणा-भाबब भब्रश्नगांव्र अरू* शिं नश्ण । थांशकांशकेॉब्र नूर्काई ७कर१ नोङकोब्राब्रषनाभशIाठ अभिनाब्र बाबूनद्र ७cजकांशौन । ८षथाप्न हेनरब्र६ पैब्रि इॉफ़ेनैौ रुश्द्राहिल, खांशद्र यषिकरनई थकान मिबडूमि, थाप्नब्र cभड।