পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতাপের আয়োজন \ు(t পূৰ্ব্ব হইতেই আরাকাণী মগ ও পাশ্চাত্য পটুগীজ বা ফিরিঙ্গি দস্থ্যগণের ভীষণ আক্রমণে দক্ষিণবঙ্গের অনেক স্থান সম্পূর্ণ মনুষ্যশূন্ত হইয়াছিল; তাহার রাজত্ব কালে এই উভয় দক্ষ্যদলের প্রবল প্রতাপ আরও বদ্ধিত হইতে চলিয়াছিল। এজন্য নানাস্থানে দুর্গ সংস্থান ও উপযুক্ত নৌবাহিনী সংগ্ৰহ করিয়া তিনি এই দমু্যদিগকে দমন করিয়াছিলেন। সে অত্যাচারের বিবরণ না জানিলে, প্রতাপের কার্য্যের গুরুত্ব ও তাঙ্গর উপকারিত হৃদয়ঙ্গম হইবে না। এজন্ত আমরা পরবর্তী পরিচ্ছেদে সেই অত্যাচার কাহিনী বলিব । এক দিক হষ্টতে বাদশাহী মোগল সৈন্ত ও অন্যদিক চইতে দুৰ্ব্ব ত্ত দমু্যদল, উভয়েব আক্রমণ হইতে দেশ রক্ষা ও আত্মরক্ষা কবা বড় সহজ ব্যাপার নহে : বিশৃঙ্খল দসু্যদলকেও নিবৃত্ত বা নিগৃহীত করা যায়, কিন্তু সুশিক্ষিত মোগলকে বিধ্বস্ত করা অতি দুরূহ কাৰ্য্য। মোগলের গুণগ্রাহিতা লোক বাছিয়া উপযুক্ত কৰ্ম্মভার দিয়াছিল : আকবরের সমদৰ্শিত বহু লোককে বশীভূত করিয়াছিল। সে শান্তনীতির বলে অনেকেই মোহিত হইল। পাঠান আত্মবিক্রয় করিল ; হিন্দু জাতি দিয়া দাসত্ব করিতে লাগিল । সুতরাং মোগলের দেশীয়দিগের বাহু ও মস্তিষ্কের বলে বলবান হষ্টয়া ঢুদ্ধৰ্ষ হইয়াছিল । এ দুরন্ত শক্রর বিপক্ষে অস্ত্র ধারণ কবিতে হইলে যথেষ্ট সতর্কতা আবশ্যক ! প্রতাপাদিত্য মোগল দরবারে বাস করিবার সময় এ সকল বিষয় বিশেষভাবে দেখিয়া আসিয়াছেন । তিনি জানিয়াছেন, মোগলেব অশ্বারোঙ্গী যেমন সুপটু, পদাতিক তেমন নখে । মোগল স্থলে যেমন বলী, জলে তেমন কৌশলী নহে। মোগলের অন্ত প্রকার সাজ সরঞ্জাম যথেষ্ট থাকিলেও নৌকা বা জাঙ্গজেব তেমন সংস্থান নাই ; যাঙ্গ কিছু BBS BBB gBBB BBBBB gg BBB BBS BBBB BBS KKKS এখনও মোগলদিগের কামান বন্দুকের পর্য্যাপ্ত সংগ্রহ বা ব্যবহারপটুত হয় নাই । মোগলের। পাহাড় পৰ্ব্বতে বা মরুকল্প শুষ্কদেশে যেমন অভ্যস্ত, শিক্তবাত বা কদমাক্ত বঙ্গদেশে তাহার সেরূপভাবে স্বাস্থা রক্ষা করিতে পারে না । মোগলের সাজসরঞ্জাম এত অধিক এবং ব্যয়সাপেক্ষ ব্যাপার, যে অতিদূরবত্তী বঙ্গের এক কাণে আসিয়া নদীবহুল ও জঙ্গলাকীর্ণ দেশের সহিত যুদ্ধ করা তাই াদের পক্ষে বড় দুঃসাহসিক সংকল্প। এই সকল তথ্যের প্রতি বিশিষ্টভাবে লক্ষ্য রাখিয়, প্রতাপ সুকৌশলে নিজের দুর্গ নিম্মাণ, সৈন্তগঠন ও নৌবাহিনী প্রস্তুত কবিড়ে تيكن"