পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Xలు যশোহর-খুলনার ইতিহাস লাগিলেন। আমরা অগ্রে মগ ও ফিরিঙ্গির অত্যাচাবের কথা বলিয়, পরে মোগলের সহিত র্তাহার যুদ্ধায়োজনের পরিচয় দিব। অষ্টাদশ পরিচ্ছেদ—মগ ও ফিরিঙ্গি আমরা যে মগ ও ফিরিঙ্গির কথা বলিয়াছি ; তাহাদের অত্যাচার-কাহিনী শুনিবার পূৰ্ব্বে তাহাদের পরিচয় জানা আবশুক। অগ্ৰে মগের কথা বলিতেছি। মগের আসিত ব্ৰহ্মদেশের অন্তর্গত আরাকাণ হইতে। আরাকাণ বর্তমান চট্টগ্রামের দক্ষিণভাগে অবস্থিত একটি ক্ষুদ্র রাজ্য। একটি পৰ্ব্বতমালা এষ্ট রাজ্যের পূর্ব সীমা জুড়িয়া বসিয়, ইহাকে সমগ্র ব্রহ্মদেশ হইতে পৃথক্ করিয়াছে ; আর পশ্চিম সীমার সর্বত্রই বঙ্গোপসাগরের তরঙ্গমালায় প্রতিহত। এই উভয় সীমার মধ্যে থাকিয় রাজ্যখণ্ডের উত্তরদিকের বিস্তৃতি ৫• মাইলের অধিক হইবে না, এবং ক্রমে সরু হইয়া দক্ষিণ দিকে কোন কোন স্থানের প্রস্থ ১৫ মাইল মাত্র। পশ্চিম দিক হইতে সমুদ্রই নদীর নামে দেশের মধ্যে প্রবেশ করিয়াছে ; অধিবাসীরা একপ্রকার সমুদ্রমধ্যেই বাস করে, সমুদ্রবক্ষে খেলা করে, তাহারা নাববিদ্যায় দক্ষ । জলপথ ও স্থলপথ উভয়ই দুর্গম ; সমুদ্রের কৃলে কৃলে কতকগুলি দুর্গ আছে এবং সমুদ্রমধ্যেও অনেকগুলি দ্বীপ ইহাদের রাজ্যভুক্ত এবং সুরক্ষিত ; পরদেশীর পক্ষে এ রাজ্যজয় করা বড় কঠিন । এইজন্য অতি প্রাচীনকাল হইতে প্রায় চারি সহস্ৰ বৎসর ধরিয়া এই ক্ষুদ্রজাতি তাহাদের স্বাধীনতা রক্ষা করিয়াছিল । রামাবতী তাহাদের রাজধানী ছিল, উচার বর্তমান নাম সান্দোবয় (Sandoway)। ১৭৮২ খৃষ্টাব্দে আরাকাণ রাজ্য ব্রহ্মবাসীরা অধিকার করিয়া লয়, কিন্তু পঞ্চাশ বৎসর যাইতে ন যাইতেই, ব্রহ্মযুদ্ধের পর উহ। ইংরাজাধিকৃত হইয়াছে ( ১৮২৬ । এখন আরাকাণ নিম্ন ত্রহ্মের একটি বিভাগ এবং আকিয়াব উহার প্রধান নগরী। বাণিজ্য বা রণসজ্জায় আরাকাণীর উত্তরে চট্টগ্রামে আসিত এবং সেখান হইতে পূৰ্ব্ব ও দক্ষিণ দিকে আসিবার পথে সন্দ্বীপ তাহাদের একটি প্রধান আডড ছিল। ব্ৰহ্মবাসীর মত আরাকাণীদিগকেও সাধারণতঃ মগ বলে এবং ধৰ্ম্মের হিসাবে তাহার বৌদ্ধ