পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S१२ যশোহর খুলনার ইতিহাস চট্টগ্রামের দক্ষিণে অর্থাৎ কর্ণফুলি নদীর মোহানার অপর পারে ডিয়াঙ্গ (Dianga) নামক স্থান তাহাদের বসতির জন্য একটি বড় সহর হইয় দাড়াইয়াছিল। ডাঙ্গ৷ হইতে ডিয়াঙ্গ হইয়াছিল, এখনও উহাকে ফিরিঙ্গির বন্দর বা শুধু বন্দর নামে অভিহিত করা হয় । কেবল ডিয়াঙ্গায় নহে, আরও কয়েকটি স্থানে পটুগীজ দিগের প্রধান উপনিবেশ ছিল। তন্মধ্যে একটি স্থানের নাম রামু ( Rama ) * বোধ হয় ইহারই পূৰ্ব্বনাম রামাবতী ছিল । তবে ডিয়াঙ্গাই যে তাহাদের প্রধান উপনিবেশ ছিল, তাহাতে সন্দেহ নাই। চট্টগ্রাম অঞ্চলে এই স্থানেই তাহাদের প্রথম গীর্জ নিৰ্ম্মিত হয়। (১৫৯৯ + ভাস্কো ডা গামার সময় হইতে পৰ্টুগীজগণ যখন এদেশে আসিত, তাহার স্বদেশ হইতে স্ত্রীলোক সঙ্গে আনিতে অনেকে পারিত না । উহার ফল এই হইয়াছিল যে, কোন সুযোগ পাইলে বা যুদ্ধ-বিদ্রোহ কালে তাহারা এদেশীয় স্ত্রীলোকদিগের উপর পাশবিক অত্যাচার করিত। অবশেষে গোয় নগরী অধিকারের পর নরপতি মামুয়েলের আদেশ ক্রমে গোয়ার শাসনকৰ্ত্ত আলবুকার্ক পটুগীজের এদেশীয় স্ত্রীলোক বিবাহ করিতে পারবে বলিয়া অভিমতি প্রচার করেন। তবে নিয়ম ছিল, তাহার উত্তম বংশীয় স্ত্রীগণকে খৃষ্টান করিয়া লইয় পরে বিবাহ করিবে। ; যাহার নিয়মানুসারে বিবাহ করিত, আলবুকার্ক তাহাদিগকে বসতির জমি দিতেন । কিন্তু নিয়ম আর কয়দিন থাকে ? তবে বিবাহ হউক বা না হউক, বহুজনে স্ত্রীলোক গ্রহণ করিয়া গৃহস্থ হইল । এষ্টভাবে • রেগেলের ১ নং ম্যাপে মহেশখালি কড়ির পূৰ্ব্বপারে নদী তীরে Ramo০ আছে ; উচ্ছা assis owntata ( Cox's Bazar) &Ro a Wiżal of two offs Chittagong Gazetteer p. 184. প্রমণকারী ম্যানরিক ডিয়াঙ্গ৷ হইতে রামুতে আসিয়াছিলেন । Chittagang Gazetteer pp. 176-7, + Father Barbe, vicar of Chittagong, wrote on Sept. 5, 1843 :-- “The first church I of the Portuguese on the Chittagang side was built by then at Deang ( Dianga ) which is at the mouth of the river.” Bengal Past and Present, 1916 part II p. 261-2. Rętafē arastā nttex Twin wfwn gțuri ni atzi" ডাঙ্গ নামের অপভ্রংশ হইতে ডাঙ্গা ও পরে ডিয়াঙ্গা হুইয়াছে ।

  1. Danver's Portuguese in India Vol. 1 p. 217. foots, 3-, *, 8. 행: 1