পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতাপের রাজত্ব १8७? ভাবে চলিয়াছিল। যে দিন অবিলম্বের মুখে চণ্ডিপাঠ অশুদ্ধ হইল, বারংবার চেষ্টায়ও শুদ্ধপাঠ মুখ নিঃস্থত হইল না, সেই দিন সরস্বতী চণ্ডী বন্ধ করিয়া মায়ের মন্দির পরিত্যাগ করিয়াছিলেন। সঙ্গে সঙ্গে ভক্ত প্রতাপ নিজের ভাগ্য বুঝিরা লইলেন এবং অনতিবিলম্বে অখণ্ডনীয় কৰ্ম্মফলে স্বীয় কৰ্ম্ম-জীবনের পরিসমাপ্তি দেখিলেন । সে কথা পরে হইবে, আপাততঃ আমবা সরস্বতী ভ্রাতৃদ্বয়ের বংশ-পরিচয় দিবার চেষ্টা করিতেছি। ষোড়শ শতাব্দীর প্রারম্ভে কেশব ভারতী নামক এক সন্ন্যাসী কাটোয়ায় বাস করিতেন । ইনি কাণ্ডপ গোত্রীয়, সিমলাই গাঞি সিদ্ধ শ্রোত্রিয়। আদি নিবাস হুগলীর অন্তর্গত বৈচির নিকটবৰ্ত্তী সিমলা গ্রাম। মহাপ্ৰভু ১৫.৯ খ্ৰীষ্টাব্দে কেশব ভারতীর নিকট সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন। যতদূর জানিতে পারিয়াছি • কেশব ভারতীর দুই পুত্র ছিলেন –ছত্রভারতী ও নন্দকিশোর। সম্ভবতঃ নন্দকিশোর অসামান্ত মেধার ফলে শতাবধানী উপাধি পান। নন্দকিশোরের রামানন্দ ও রামগোবিন্দ নামে দুই পুত্র হয়। রামগোবিন্দ হুগলীর অন্তর্গত শ্ৰীবরা গ্রামে বাস করেন ; তথাকার ভট্টাচাৰ্য্যগণ এবং নদীয়ার সরকার গোষ্ঠী এই বংশীয়। প্রাতঃস্মরণীয় শুামাচরণ সরকার ব্যবস্থা-দর্শন প্রভৃতি গ্রন্থ প্রণয়ন করেন। রামানন্দের পুত্রের নাম মুকুন্দরাম সরস্বতী। সম্ভবতঃ ইনি বিক্রমাদিত্যের রাজত্বকালে যশোহরে আসেন এবং বৃত্তিভোগী হইয়া বর্তমান কালীগঞ্জের উত্তরাংশে নলতার নিকটবর্তী খলসিয়ানী গ্রামে বাস করেন। বিক্রমাদিত এই মুকুন্দরামকে বিশেষ ভক্তি করিতেন ।

  • অবিলম্ব সরস্বতীর বংশ বিবরণ সংগ্রহের জন্য আমি প্রাণপণ চেষ্টা করিয়াছি। ৰেখানে উহার বংশীয়গণের সন্ধান পাইয়াছি, সেখানেই নিজে গিয়া বা পত্রদ্বারা বারংবার প্রার্ধন। জানাইয়াছি। কিন্তু দুঃখের বিবর আশানুরূপ সন্থত্তর পাই নাই। যশোহর প্রতাপকাঠি নিৰাশ৷ ইযুক্ত কেদারনাথ ভারতী সাংখ্যতীর্থ সংশের এই य१ठौँच्न । छैइोच्न निक इश्रद्ध बःअिविरुङ्ग१ BBBB DD DDB BBBD DDD BBB BB BBBB BB BBS D DDDDDD স্থান নাই। তিনি এক চেষ্টা করিলে সকল শাখার বিবরণ একত্র করির দিতে পানিতেন। DDD DDD LLLD BB BB BBBD DDD BBB BBBBB BBB BBBBB भाब्रिव्राई थकान कब्रिलाभ । विनि,गछा छकाब कब्रिज अमीब ८कन बम गरrनाथन कबिछा रिबन, उहात्र निको ब्रिङ्कङख अश्वि ।