পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२88 যশোহর-খুলনার ইতিহাস ইহারই নামানুসারে মুকুন্দপুর নাম হইয়াছিল কিনা, তাহ বলিতে পারি না। মুকুন্দরামে। পুত্রদ্বয়ের নাম অবিলম্ব ও কবি ডিমৃডিমৃ সরস্বতী। প্রতাপাদিত্যের রাজত্বকালে অবিলম্ব সরস্বতী অল্পবয়স্ক যুবক ছিলেন এবং তাহার পতনের পর তিনি কপোতাক্ষী তীরে সাগরদাড়িতে বাস করেন। রায়েরকাঠি প্রভৃতি স্থানের বাম্বকী-গোত্ৰীয় রাজবংশের বিবরণী হইতে জানিতে পারি ঃ– “চৈতন্য দেবের সন্ন্যাস-মন্ত্রদাতা, কেশব ভারতী ছিল ঠিক যেন ধাত । সাগরদাড়ি বাসী বটে শ্রোত্রিয় প্রধান, ব্রাহ্মণ কুলেতে জন্ম সিমলাই গাঞি হন। সে কেশব ভারতীর সন্তান সুন্দর সিদ্ধ পুরুষ অবিলম্ব সরস্বতীবর। সে মহাত্মার কাছে রাজ রুদ্রনারায়ণ ভক্তিভরে ইষ্টমন্ত্র করেন গ্রহণ।” * অবিলম্ব সরস্বতী রুদ্রনারায়ণের পিতৃগুরু ছিলেন। রুদ্রনারায়ণ ১৬৪৩ খৃষ্টাব্দে সিদ্ধেশ্বরী কালী প্রতিষ্ঠা করেন। সুতরাং উহার পূৰ্ব্বেই রুদ্রনারায়ণের দীক্ষা হয়। ১৬০৯.গ্ৰীষ্টাব্দে প্রতাপের পতনের পর অবিলম্ব সরস্বতী সাগরদাড়িতে বাস করেন। এখনও তথায় তাহার বাড়ী, সাধন-কালীতলা এবং বুড়া শিব নামক ক্ষুদ্র শিবলিঙ্গ আছে এবং এখনও পার্শ্ববৰ্ত্তী কপোতাক্ষীর ঘাট বুড়া শিবের ঘাট বলিয়৷ বিদিত। লোকে বুড়া শিবের মানসা করে এবং প্রবাদ আছে তাঙ্গর ঘাটে কখনও কুমীর দেখা যায় না। ভারতীবংশীয় কয়েক ঘর এখনও এই গ্রামে বাস করিতেছেন বটে, কিন্তু সিদ্ধপুরুষের গৃহদেবতা বুড়া শিবের পূজাদির যায় দুৰ্গতি দেখিলাম, তাহাতে অশ্র সম্বরণ করা যায় না। { অবিলম্বের কত • “বাস্থঞ্চি-কুল গাথা"-পূঃ ; বক্লোর ইতিহাস ২৩৩ পূঃ। r ভারতীবংশীয় যাহার এক্ষণে সাগরদাড়িতে আছেন, তন্মধ্যে হীযুক্ত ললিতমোহন ভট্টাচাৰ্য্য প্রধান। বুড়া শিখটি কিন্তু দৌহিত্রবংশীয় এক দরিদ্র ব্রাহ্মণের ( যোগেন্দ্র মাধ মুখোপাধ্যায়) গৃহে হীনভাবে পালিত হইতেছেন। সাগরদাড়ি কবিবর মাইকেলের জন্মভূমি ; উtহার স্মৃতিসৌধের নিকটে অবিলম্ব সরস্বতীর বাসভূমিতে উস্থিার বুড়শিবের জন্ত একটি সূত্র মন্দির প্রতিষ্ঠিত হইলে গ্রামের গৌরব বাড়িবে বই কমিবে না।