পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খৃষ্টান পারগণ ९br१ এই চারিজনের মধ্যে ফার্ণাণ্ডেজ সৰ্ব্বপ্রধান ছিলেন। তিনি ঐ বৎসরই পাইমেন্টার নিকট লাটিন ভাষায় কয়েকখানি পত্র লিখেন। * ঐ সকল পত্র অবলম্বনে পাইমেণ্ট ১৬০০ খৃষ্টাব্দে সম্প্রদায়ের সর্বাধ্যক্ষ বা জেনারাল ক্লড একোয়াভিবার (Claude Aquaviva) নিকট বঙ্গীয় মিশনসম্বন্ধে পটুগীজ ভাষায় যে সব পত্র লিখেন, ১৬০২ অব্দে লিসবন হইতে উহা মুদ্রিত হইয় প্রকাশিত হয়। পিয়ারে छू Eff-F ( Peirre Du Jarric নামক একজন ফ্রাঙ্গবাসী গ্রন্থকার ঐ সকল পত্র ও অন্যান্ত বিবরণী হইতে, এশিয়ায় খৃষ্টধৰ্ম্মের অবস্থা সম্বন্ধে ফরাসী ভাষাষ এক বিরাট ইতিহাস লিখেন। { দক্ষিণ ফ্রান্সের বোর্ডো নগরী হইতে ১৬০৮-১৬১৪ খৃষ্টাব্দে তিন খণ্ডে উক্ত ইতিহাস প্রকাশিত হয়। উহার তৃতীয় খণ্ডে প্রতাপাদিত্য সম্বন্ধীয় কিছু বিবরণ পাওয়া যায়। আমরা তাহার সারমৰ্ম্ম এখানে প্রকটিত করিব। এই ইতিহাসে স্পষ্টতঃ প্রতাপাদিত্যের নাম না থাকিলেও, তিনি চ্যাণ্ডিকানের অধীশ্বর এবং বাকৃলার রাজপুত্র রামচন্দ্রের ভাবা শ্বশুর, এই পরিচয় হইতে প্রতাপাদিত্যকে বুঝিয়া লইতে বিলম্ব হয় না। চ্যাণ্ডিকান ও যশোহর-ধূমঘাট যে অভিন্ন তাহ আমরা পূৰ্ব্বে সপ্রমাণ করিয়াছি। তদনুসারে এখানেও চ্যাণ্ডিকানেব পরিবর্তে স্থানে স্থানে যশোহর নাম ব্যবহার করিব । উক্ত চাবিজন মিশনরী সৰ্ব্বপ্রথমে কোচিন হইতে হুগলীর (Gullo ) পথে চট্টগ্রামে আসেন এবং তথা হইতে ডিয়াঙ্গায় গিয়া অবস্থান করেন। পটুগীজ

  • A Portuguese edition of the letter was published at Lisbon in 1602. Fernandez was born in 1559, entered university of Alcala in 1570, arrived in

Goa 1575 and died in 1602. Bakarganj (Beveridge ) p. 447. i Peirre Du Jarric was born at Toulouse in 1565,was for 15 years Professor of Theology in that town, died in 1666. Effo Too HfN L'Histoire des Choses plus memorables advenues tout des indes Orientales &c. Het fors: प्लेइएक Histoire des indes Orientales Wl পূর্ব ভারতীয় ইতিহাস বলা যায় । অধ্যাপক १छ्नोषं गबकब्रि भूण फatनं श्tछ ठेशब अत्रूवांम कब्रिब्र “यठाथमिष्ठाब्र मडग्न १४ान् भांश्त्री” नात्र দিয়া একটি প্রবন্ধ গত আষাঢ় মাসের “প্রবাসী"তে প্রকাশ করিয়াছেন। ঐযুক্ত নিখিল বাবুও উংর ২*৩৯,৩২-৩৩ অধ্যায়ের মূল ও অনুবাদ প্রকাশ করিয়াছিলেন । - "প্রতাপাদিত" s•৭-৪৭৫ খৃঃ .

  1. এই পুস্তকের ১৪৪ পৃঃ দ্রষ্টব্য।