পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀԵՆ যশোহর-খুলনার ইতিহাস পল্পীমাত্রেরই সাধারণ নাম ছিল ব্যাণ্ডেল ( Bandel ) বা বন্দর। হুগলীর কাছে পুরাতন ফিরিঙ্গি-পল্লীর নাম এখনও ব্যাণ্ডেল এবং ডিয়াঙ্গাকেও ফিরিঙ্গি-বন্দর বলিত, ইহা আমরা পূৰ্ব্বে বলিয়াছি ( ১৭২ পৃ: )। ফাৰ্ণাণ্ডেজ ও সোস যখন পথে হুগলীতে আসিয়া পৌছেন, তখনই প্রতাপাদিত্য র্তাহাদিগকে যশোহরে গিয়৷ সাক্ষাৎ করিতে বলিয়া পাঠান। কিন্তু তখন র্তাহার সে অনুরোধ রক্ষা করেন নাই। পরে ফার্ণাণ্ডেজ ডিয়াঙ্গ হইতে যখন শুনিলেন, যে রাজা ঐ কারণে ক্রুদ্ধ হইয়াছেন, তখন তিনি সোসাকে যশোহরে পাঠাইয়া দেন। সোসা ১৫৯৯ খৃষ্টাব্দে মে মাসে যাত্রা করিয়া হুগলীর পথে অক্টোবর মাসে যশোহরে পৌছেন। যশোহর হইতে তিনি ফার্ণাণ্ডেজকে স্বয়ং তথায় আসিবার জন্য পত্র লিখেন। ফাৰ্ণাণ্ডেজের নিজ লিখিত বিবরণী হইতে আমরা এই প্রসঙ্গে জানিতে পারি ; “অক্টোবর মাসে ফাদার ডোমিনিক আমাকে লিখিলেন যে, আমাদের সমস্ত কাৰ্য্য সম্বন্ধে রাজার সহিত একটা বন্দোবস্ত স্থির করিবার জন্ত আমার চাদেকান যাওয়া আবগুক, কারণ রাজার (মত) পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে । আমি তাহাই করিলাম। যখন রাজা জানিলেন যে আমি পৌছিয়াছি, তিনি র্তাহার একজন প্রধান ব্রাহ্মণ পাঠাইয়া আমাকে অভ্যর্থনা করিলেন এবং বলিলেন যে, আমার আগমনে তিনি অত্যন্ত খুশী হইয়াছেন এবং আমাকে দেখিবার জন্ত অত্যন্ত ব্যস্ত হইয়াছেন। পরদিন ফাদার সোসাকে সঙ্গে লইয়া আমি তাহার সহিত সাক্ষাৎ করিতে গেলাম। তিনি আমাকে অত্যন্ত আদর করিলেন এবং নিজ পরিত্রাণ (Sala) সম্বন্ধীয় বিষয়গুলি লইয়া আমাদের সহিত কথাবাৰ্ত্ত কহিলেন।” প্রতাপাদিত্য কি ভাবে এই সকল নবাগত বৈদেশিক মিশনারীগণের সহিত সদ্ব্যবহার করিয়াছিলেন, তিনি একজন স্বাধীন রাজার মত কি ভাবে রাজ্য মধ্যবৰ্ত্তী সকল বিষয়ের সন্ধান লইতেন এবং সবদিকে দৃষ্টি রাখিতেন,এই ঘটনা হইতে তাহার বেশ পরিচর পাওয়া যায়। ফাৰ্ণাণ্ডেজের ব্যবহারে ও বাকা-কৌশলে তুষ্ট হইয়া তিনি রাজা মধ্যে খৃষ্টধৰ্ম্ম প্রচারের জন্ত আজ পত্র প্রদান করেন। অনতিবিলম্বে

  • অধ্যাপক যন্ত্রনাথ সরকার কৃত জম্বুবাদ, প্রবাসী, ১৩২৮ জাম্বাচ, ৩২২খৃঃ।
  1. "Fernandez himself went to Chandican in Octobor, 1599, and got letters. patent from the king authorising him to carry on the mission” Bakarganj, ( Beverdige) p. 174