পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কার্ভালো ও পারীগণের পরিণাম wS)e S) হইয়া ছাড়িবে না, অচিরে পুনরাক্রমণ করিবে ; সে অবস্থায় কার্ভালোকে আরও অধিক দিন আশ্রয় দিয়া, বাড়ীর নিকটবৰ্ত্তী সন্দ্বীপাধিপতি মগ রাজের সহিত শক্ৰতা করা কোন ক্রমে বুদ্ধিসঙ্গত নহে। তাই কার্ভালো হুগলী গেলেন, সেখানেও সাহায্য মিলিবে কি না স্থিরতা ছিল না । হুগলীতে ব্যাণ্ডেল নামক স্থানেই পৰ্টুগীজদিগের উপনিবেশ। ব্যাণ্ডেল এখনও একটি প্রধান স্থান। সেখানে যাইতে হইলে হুগলীর নিকট দিয়া যাইতে হয়। তথায় মোগলের একটি নবগঠিত ক্ষুদ্র দুর্গ ও ৪ • • সৈন্ত ছিল। ফিরিঙ্গি বা দেশীয় খৃষ্টানগণ নদীপথে যাইবার কালে এই মোগল সৈষ্ঠের তাহদের উপর অগণিত অত্যাচার করিত, তাহাদিগের নিকট হইতে নূতন এক প্রকার শুষ্ক আদায় করিয়া লইত । কার্ভালো ৩০ খানি জালিয়া জাহাজ লইয়া গঙ্গাপথে যাইবার সময় মোগলের গস্থিত কণমান হইতে তাহাদের উপর অনল বর্ষণ করিতে লাগিল । অবশেষে কার্ভালো অতিমাত্র ক্রুদ্ধ হইয় ৮০ জন সৈন্তসহ জলে ঝাপাইয়া তারে উঠিলেন এবং দুর্গ আক্রমণ করিয়া সমস্ত মোগলসৈন্ত শমন ভবনে প্রেবণ করিলেন, কেবল একজন মাত্র লোক কোন প্রকারে পলাইয়ু প্রাণ বাচাঈয়াছিল । এ সময়ে কার্ভালোর বীরত্ব-খ্যাতি সৰ্ব্বত্র ছড়াইয়া পড়িয়াছিল, তাহার নাম শুনিলে লোকে ভয়ে আতঙ্কিত ইষ্টত। এষ্ট ঘটনার পর, কার্ভালে হুগলীতে বা বাণ্ডেলে গিয়া কি করিলেন, কিছুই জানা যায় না। এমন সময়ে তিনি সংবাদ পাইলেন যে, প্রতাপাদিত্য তাহাকে যশোরে যাইবাৰ জন্ত আহ্বান করিয়াছেন। ব্যাণ্ডেলে তখন পৰ্টুগীজ ও দেশীয় খৃষ্ঠানে পাঁচ হাজার লোক ছিল বটে, কিন্তু যুদ্ধ করিতে পারে এমন যথেষ্ট সৈন্য বা জাহাজাদি বা প্রচুর যুদ্ধোপকরণ ছিল না। সুতরাং সেখানকার সাহায্যবলে সন্দ্বীপ পুনরুদ্ধার করিতে পারিবেন, এমন কল্পনা কার্ভালোর হইল না । এমন সময়ে যশোহরেব নিমন্ত্রণ আসিল, নিরাশ্রয় উপায়ান্তর-বিহীন কার্ভালে তাঙ্গ পবিত্যাগ করিতে পারেন না, তাহাতে ভাগ্যে যাহাষ্ট থাকুক। আশানুরূপ কোন সুযোগ জুটিয়া যাওয়া বিচিত্র নহে। তাই তিনি যশোহরে আসিলেন । ইহারই কিছুদিন পূৰ্ব্বে চন্দ্রদ্বীপের বাজপুত্র বামচন্দ্রেব সহিত প্রতাপাদিত্যের BBB BBBB BBB BBBB DDD BmBBS BBB BBB DDDS