পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানসিংহের সঙ্গে যুদ্ধ ও সন্ধি H8බ් যুদ্ধসম্বন্ধীয় সাজ সরঞ্জাম আরব্ধ হইল। মানসিংহ চৈত্র মাসে রাজমহল হইতে নিন্ত্রশস্ত হন বলিয়া বোধ হয়। যশোহরে আসিতে প্রায় জ্যৈষ্ঠ মাস শেষ হইয়৷ গিয়াছিল সুতরাং সন্মুখে বর্ষাকাল। বর্ষ আসিলে সুন্দরবন অঞ্চল জলোচ্ছাসে ভাসিয়া যাইবে ; শুষ্কদেশবাসী মোগল-সৈন্তের পক্ষে তখন নিমবঙ্গে বাস করা অসম্ভব হইয় পড়িবে। সিক্তস্থানে বাস ও আবিল জল পান করিয়া শুধু যে রোগ পীড়া হইবে, তাছা নছে ; সৰ্পভয় এবং মশক ও জলেীকার উৎপাত তাহাদিগকে ব্যতিব্যস্ত করিয়া তুলিবে । অতএব যত সত্বর সম্ভব যুদ্ধ শেষ করিয়া প্রস্থান করিতে হইবে । বসন্তপুর ও শাতলপুরের পূৰ্ব্বভাগস্থ প্রাস্তবমধ্যে যুদ্ধের আয়োজন হইল। হাংসি ও তুর্কীসৈন্য উভয় পার্শ্বে রাখিয়া মহাবীর মানসিংহ স্বীয় ২০ হাজার রাজপুতসৈন্য সহ মধ্যস্থলে রছিলেন; সামন্তরাজগণের প্রেরিত ও অন্যভাবে সংগৃহীত সৈন্যসমূহ তাঙ্গার পৃষ্ঠ রক্ষা করিল। প্রতাপের পক্ষে যমুনার তীর দিয়৷ সামস্ত ও সেনানীবৰ্গ ছাউনী করিয়াছিলেন। ইঙ্গার মধ্যে উড়িষ্কার গণপতি নরেন্দ্র, কতলুর্থার পুত্র জমালখা, খোজ কমল, ঢালী সর্দার মদন মল্ল ও কালিদাস রায়, কুকীসৈন্ত সহ রঘু এবং দক্ষিণদিকে বারকপুরের কাছে অশ্বসেনাপতি প্রতাপসিংহ দত্ত প্রভৃতির নাম করা যায়। পশ্চাতে নদীর কূলে প্রতাপ, তাহার প্রধান সেনাপতি স্বৰ্য্যকান্ত এবং শঙ্কর চক্ৰবৰ্ত্তী ও অন্যান্ত যোদ্ধগণের পটমণ্ডপ সজ্জীভূত হইয়াছিল। উভয়পক্ষেব কামান সকল সম্মুখ ভাগে আসিয়া পড়িয়াছিল এবং তাছারই ধ্বনির সহিত যুদ্ধারন্ত হইল । ঘটকেরা বলেন তিন দিন ধরিয়া এষ্ট যুদ্ধ হয়, প্রথম দুষ্ট দিনে মানসিংহ পরাজিত ও তৃতীয় দিনে তিনি বিজয়ী হইয় প্রতাপাদিতাকে বন্দী করেন। এই ঘটকের পুথির ভিত্তির উপর ক্ষিতীশ-বংশাবলীচরিত ও ভারত চক্সের কবিতা রচিত হইয়াছিল; পুথির কথা প্রবাদে বিজড়িত ইষ্টয় দেশম রাষ্ট্র হইয়াছিল; আধুনিক গ্রন্থকারগণ সকলেই পুথির মতের অনুসরণ করিয়া যুদ্ধ বর্ণনা করিয়াছেন। ঘটকের যে পুথি শাস্ত্রী মহাশয় প্রথম প্রকাশিত করেন, তাহাও ঘটনার বহু পরে লিখিত। ঐ পুথিতে অনেকস্থলে অম্বররাজ মানসিংহকে “জয়পুরাধীশ” বলিয়া বর্ণনা করা হইয়াছে। কিন্তু এই যুদ্ধ ১৬৬৩ খৃষ্টাস্থে হয় এবং