পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Φά ο যশোহর-খুলনার ইতিহাস জয়পুর সহর মানসিংহের বংশধর জয়সিংহ কর্তৃক ১৭২৮ খৃষ্টাব্দে নিৰ্ম্মিত হয়। * সুতরাং পুথিখানি ঘটনার প্রায় ১৫০ বৎসর পরে লিখিত বলিয়া ধরা যায়। ঘটকের কেহ যুদ্ধের দর্শক-সাক্ষী নহেন বা চাফুষ প্রমাণের উপর পুস্তক লিথিয়াছেন বলিয়া বোধ হয় না। অন্ত কোন সমসাময়িক বিবরণী দেখিয়া যদি র্তাহারা লিখিতেন, তাহ হইলে মানসিংহ প্রতাপাদিত্যকে বন্দী করিয়া লইয়া যান, এমন কথা গ্রন্থিত হইত না। আমরা “বহারিস্তানের” লেখকের চক্ষুষ প্রমাণ হইতে দেখিতে পাইতেছি যে, মানসিংহ প্রতাপাদিত্যকে বন্দী করেন নাই, বন্দী করিয়াছিলেন ইসলাম খ এবং সেও ৫৬ বৎসর পরে। পর পরিচ্ছেদে সে কাহিনী বিবৃত হইবে। এই অবস্থায় ঘটকের কাহিনী বিশ্বাস করিয়া প্রতাপাদিত্যের সহিত মানসিংহের যুদ্ধ সম্বন্ধে কোন খুটিনাটি বর্ণনা বা সজীব চিত্র দেওয়া চলে না। পূর্বের আয়োজন ও শেষফল হইতে যুদ্ধের অবস্থা সম্বন্ধে যাহা কল্পনা করিয়া লওয়া যায়, আমরা তাহাই দিব এবং পাঠকগণ তাহাতে আপাতত: তৃপ্তিলাভ করিবেন। এই মাত্র বলিতে পারি, মানসিংহের সহিত প্রতাপ-সৈন্তের ভীষণ যুদ্ধ হইয়াছিল। এ যুদ্ধ একদিনে শেধ হয় নাই বা এক ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না । যুদ্ধ কয়েকদিন ধরিয়া চলিয়াছিল এবং বসন্তপুর হইতে ধূমঘাট পর্যাস্তু নানাস্থানে বিষম সংঘর্ষ বাধিয়াছিল। অগ্নি-যুদ্ধে মোগল সেনাপতি প্রতাপাদিত্যের সমকক্ষ ছিলেন বলিয়া বোধ হয়না; পৰ্টুগীজকৰ্ম্মচারিদিগের অধীনগোলদাজের স্থকৌশলী অসমসাহসী ছিল। বঙ্গীয় ঢালী সৈন্যগণ সাহসের বলে অদ্ভুত রণ ক্রীড়া দেখাইত ; বিশেষতঃ অসভ্য পাৰ্ব্বত্য জাতিদিগের দ্বারা প্রতাপ যে কুকীসৈন্ত গঠন করিয়া ছিলেন, তাহারা জল কদমে ক্ষুধাতৃষ্ণায় কোন ক্লেশ বোধ না করিয়া, অসাধারণ সহিষ্ণুতার জন্ত অসম্ভবকে সম্ভব করিয়া তুলিত। প্রতাপের হস্তিসৈন্য অনেক বেশী ছিল; মুক্ত প্রাস্তরে মোগল অশ্বারোহী অদ্বিতীয় যোদ্ধ হইলেও তাহার বনে জঙ্গলে কর্দমাক্তস্থলে হস্তিসৈন্তের আক্রমণের বিপক্ষে কিছুই

  • श्शब्र नाम cनबाइ छग्रनिश्, ३नि अत्रब्र-ब्राछरश्नग्न क्लडौणूक्रष। ०७v७ ९: षट्च खत्र अरु ०१०७ अप्ल भूष्ट्रा श्ब्र । डिमि३ अग्र¥बच्न यछिल्लाउ। ७यर ब्रोि, खत्रशून्ज, ७ कानैत्र षांनभनिमग्न अछिछै। कद्विग्ना ७ cङाठिय नttञ्चद्र अttणा5नाग्न थjांडि शांङ कtब्रन ।