পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানসিংহের সঙ্গে যুদ্ধ ও সন্ধি |96లి সকল তথ্যের সার সংগ্ৰহ করিয়া আমরা এই যুদ্ধের ফলাফল সম্বন্ধে নিম্ন লিখিত সংক্ষিপ্ত বিবরণী দিতে পারি। কয়েক দিন ধরিয়া নানা স্থানে কয়েকটি যুদ্ধ হয় বটে, কিন্তু তন্মধ্যে আমরা তিন দিনের যুদ্ধ উল্লেখ করিতে পারি। প্রথম যুদ্ধ বসন্তপুরের সন্নিকটে হয়, উছাতে জয় পরাজয় স্থির হয় না । উভয় পক্ষের বহু সৈন্ত ধ্বংস হয়। দ্বিতীয় দিনও উহারই সন্নিকটে ভীষণ যুদ্ধ। এই যুদ্ধই সৰ্ব্ব প্রধান ; ইহাতে সম্ভবতঃ স্বর্যাকান্ত ও মদন মল্প প্রভৃতি নিহত এবং শঙ্কর আহত অবস্থায় ধৃত হন। এই যুদ্ধে মানসিংহ জয়লাভ করিয়া পরদিন মুকুন্দপুরের দুর্গ অধিকার করিয়া লন। তখন সন্ধির প্রস্তাব করিলেও প্রতাপাদিতা স্বীকৃত হন নাই, এজন্য মোগল সৈন্ত দ্রুতবেগে কুচ করিয়া ধুমঘাটের অপর পারে উপস্থিত হয়। সেখানে তৃতীয় যুদ্ধ হয়। এযুদ্ধে মোগলদিগের বহু ওমরাহ নিহত হন, তন্মধ্যে মামুদ অন্যতম। সম্ভবতঃ তাহারই নামানুসারে স্থানটির নাম মামুদপুর রাখা হয়। প্রতাপ-পক্ষেও ফিরিঙ্গি রড প্রভৃতি বিখ্যাত যোদ্ধা এই যুদ্ধে কালগ্রাসে পতিত হন। প্রতাপ এই যুদ্ধে পরাজিত হইয়া, মানসিংহের সছিত সন্ধি করেন। তখন ওমরাহদিগের শবদেহ টেঙ্গ মসজিদের পার্থে লইয়া সমাহিত করা ছয়। সন্ধি হওয়ার পর সিংহ রাজার সহিত প্রতাপাদিতোর অধিক অন্তরঙ্গত হইল”। • রামরাম ৰন্থ এইরূপ ভাবে অন্তরঙ্গতার কথা বলিয়াছেন, প্রতাপাদিত্যকে বন্দী করিয়া লওয়ার কথা বলেন নাই। তবে সে কথা রচিল কে ? উভয় পক্ষেরই সন্ধি করার প্রয়োজন হইয়াছিল। মানসিংহ দেখিলেন, বর্ষাকাল সমাগতপ্রায় ; তৎপূৰ্ব্বে সৈন্তদিগকে স্বন্দরবন হইতে স্থানান্তরিত না করিলে ব্যাধির প্রকোপেই তাহার অধিকাংশ মৃত্যু-মুখে পতিত হইবে। বিশেষতঃ তিনি সংবাদ পাইয়াছিলেন যে, তিনি যে সেনাপতি কিলমকৃকে ঐপুরের কেয়ার রায়ের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলেন, তিনি সৈন্তসহ খ্ৰীপুরে অবরুদ্ধ অবস্থায় আছেন। । অচিরে সৈন্তসহ গিয়া তাহকে উদ্ধার করিতে হুইবে । এজন্য প্রতাপাদিত্যের সহিত সত্বর সন্ধি করিতে হইল। এদিকে প্রতাপও

  • রাধরাম বস্থর প্রতাপাদিত্য চরিত্র” ১ম সংস্করণ (১৮•.), ১৫৮ পূঃ । t Akbarmama ( Takmilla), Elliot Vol. VI P. iii.

窥念